Atheist Chapter

ধর্মের শান্তিপূর্ণ কাহিনী সমূহ

■ ইরাকের নাস্তিক স্টেট অফ ইরাক এন্ড দ্যা লেভান্ট (Atheist State of Iraq and the Levant) জঙ্গিরা একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে জেমস ফলি নামের এক মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদ করার দৃশ্য রয়েছে। এ ছাড়া অপর এক মার্কিন সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে ASIL।
■ নাস্তিক রাজনৈতিক সংগঠন জামাত-ই-নাস্তিক এর সাবেক প্রধান গণহত্যাকারী গোলাম আজম জেলে বসে দেশে গৃহযুদ্ধ বাধাতে হুকুম দিয়েছে। জামাত-ই-নাস্তিক এর আরেক নেতা দেলোয়ার হোসেইন সাইদী তার আত্মজীবনীতে লিখেছে, ধার্মিকদের মা বোনদের ধর্ষণ করা নাস্তিকদের পবিত্র নাস্তিকীয় দায়িত্ব। একাত্তরে জামাত-ই-নাস্তিকের নাস্তিকরা সেই মহান দায়িত্ব পালন করেছে।
■ ইসরাইলের মিলিট্যান্ট নাস্তিকরা প্যালেস্টাইনের মিলিট্যান্ট সংশয়বাদীদের ওপর লাগাতার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে। মিলিট্যান্ট সংশয়বাদীদের জঙ্গি গ্রুপ হামাসও পালটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। দুইপক্ষের পাল্টাপাল্টিতে প্যালেস্টাইনে সংশয়বাদী নারী ও শিশুদের জীবন এখন হুমকির মুখে। ইসরাইলের নাস্তিক সংসদসদস্য বলেছেন, প্যালেস্টাইনের মায়েদের হত্যা করতে হবে, যেন তারা আর সংশয়বাদী সন্তান জন্ম না দিতে পারে।
■ নাস্তিকদের পবিত্র গ্রন্থে বলা আছে, “নারী হচ্ছে তোমাদের জন্য শস্যক্ষেত্র। তোমরা যেভাবে খুশি সেখানে প্রবেশ করো।” সেই বইয়ের গবেষক মুক্তমনা আল্লামা শফী বলেছেন, “নারীরা হচ্ছে তেঁতুলের মত। গার্মেন্টসে যেই মেয়েরা কাজ করে তারা সকলে বেশ্যা।”
■ ফেসবুকে জনৈক বৌদ্ধ বিজয় পাল নাস্তিক ওমর ফারুক লুক্সের একটি স্ট্যাটাসের সমালোচনা লেখায় নাস্তিকদের নাস্তিকানুভূতি আহত হবার অভিযোগে রামুতে বৌদ্ধদের মন্দিরে সম্প্রতি নাস্তিকরা আক্রমণ করে বৌদ্ধদের সবগুলো উপাসনালয় ভেঙ্গে দিয়েছে।
■ ধর্ষিত হবার পরে বিচারের জন্য গেলে এক নারীকে চারজন পুরুষ সাক্ষী নিয়ে এসে ধর্ষণের প্রমাণ দিতে বলে নাস্তিক শরীয়া আদালত। তা করতে না পারায় উলটো সেই ধর্ষিতা নারীকেই ১০১ টা দোররা মারার হুকুম দেয় আদালত। শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়েটি মারা গেছে।
■ বাঙলাদেশের জঙ্গি নাস্তিকরা হিন্দুদের দেশ ছাড়া করছে। নারী ধর্ষণ এবং সম্পত্তি লুটপাট করে, মন্দিরে আগুন দিয়ে তাদের ভারত পাঠিয়ে দেয়া হচ্ছে। এই বিষয়ে নাস্তিক মুখপাত্রদের জিজ্ঞাসা করা হলে তারা বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এর সাথে নাস্তিকতার কোন সম্পর্ক নেই। নাস্তিকতা একটি শান্তির দর্শন। ভারতেও তো নাস্তিকদের ওপর অত্যাচার হচ্ছে। আর মালাউনকা বাচ্চা কাভি নেহি আচ্ছা। তাছাড়া গাজাতেও নাস্তিকদের ওপর অত্যাচার হচ্ছে। আপনারা সেগুলা নিয়ে কথা বলেন না কেন? খালি নাস্তিকদের বিরুদ্ধে অপপ্রচার! এগুলো নাস্তিকদের বিরুদ্ধে সব ইহুদী নাসারা মুসলিম হিন্দুদের ষড়যন্ত্র। খালি সংখ্যালঘুদের প্রতি এত দরদ কেন? দেশে কোন সংখ্যালঘু নাই, থাকলেও তাদের থাকতে দেয়া হবে না।
■ নাস্তিক সংগঠন “ধর্ম হারাম” গতমাসে ৩০০ জন মুসলিম ছাত্রীকে বোরখা পড়ার অপরাধে অপহরণ করে নিয়ে জোরপূর্বক নাস্তিক হতে বাধ্য করেছে। তাদের কয়েকজনকে জবাইও করেছে। তারা এখন রিচার্ড ডকিন্সের গড ডিলিউশন বইটা সুর করে আবৃত্তি করছে, এই ভিডিও “ধর্ম হারাম” সংগঠন প্রকাশ করেছে।
■ ভারতে বাবরি মসজিদে নাস্তিকরা “তসলিমা নাসরিন হো আকবর” হুংকার দিয়ে আক্রমণ করেছে। তাদের দাবী, এই মসজিদের জায়গা নাস্তিকদের প্রেরিত পুরুষের জন্মস্থান। এখানে মসজিদ হতে দেয়া চলবে না।
■ ফেসবুকে নাস্তিক আহমদ শরীফকে কটাক্ষ করে স্ট্যাটাস দেয়ায় ৫৭ ধারা আইন অনুসারে আজ পুলিশ গ্রেফতার করেছে চারজন ব্লগারকে। তাদেরকে জামিন দেয়া হবে না বলে ঘোষণা করেছে নাস্তিক সরকার।
■ মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে “ক্রিস্টোফার হিচেন্স জিন্দাবাদ” হুংকার দিয়ে মৌলবাদী নাস্তিকরা হামলা চালিয়েছে। পালটা প্রতিশোধ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক মৌলবাদী নাস্তিক সংগঠন “স্যাম হ্যারিস সমর্থক গোষ্ঠী” ওয়ার অন টেরর ঘোষণা করেছে।
■ ফেসবুকে নাস্তিক হুমায়ুন আজাদকে কটাক্ষ করা হয়েছে, এমন গুজবের ওপর ভিত্তি করে গতকাল ২০টি মুসলিমদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে। তাদের দোকানপাট ভেঙ্গে দেয়া হয়েছে, তাদের মসজিদে তালা লাগিয়ে দেয়া হয়েছে।
■ নাস্তিক দেশ পাকিস্তানে মেয়েদের জোরপূর্বক নাস্তিক্যবাদী খৎনা করিয়ে দেয়া হচ্ছে। নাস্তিকদের পবিত্র গ্রন্থে বলা আছে, “নারীরা অবাধ্য হলে তাদের প্রহার করো।” সেই মোতাবেক নতুন আইন প্রণয়ন হচ্ছে যে, স্বামীরা স্ত্রীদের প্রহার করলে কোন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না।
■ ভারতে নাস্তিকরা তাদের ঐতিহ্য অনুসারে সতীদাহ প্রথা পুনরায় ফিরিয়ে এনেছে।
■ ইউরোপের নাস্তিকরা তাদের অতীত ঐতিহ্য অনুসারে উইচহান্টকে নাস্তিকদের পবিত্র নাস্তিকীয় দায়িত্ব এবং কর্তব্য বলে ঘোষণা দিয়েছে।
■ ফেসবুকের জঙ্গি নাস্তিক অভিজিত রায় সম্প্রতি তার ফেসবুক স্ট্যাটাসে মুসলমান ব্লগার ও ফেসবুকারদের কুপিয়ে হত্যার হুমকি দিয়েছে। সম্প্রতি রকমারি ডট কমে ইসলামিক বই বিক্রির কারণে রকমারি ডট কমের মালিকদের রাস্তায় ফেলে জবাই করার অভিজিত রায়ের দেয়া হুমকির পরে রকমারি ডট কমের মালিক ভীত হয়ে তার ওয়েব সাইট থেকে সকল ইসলামিক বই সরিয়ে নেয়।
■ নাস্তিক আসিফ মহিউদ্দীন (নাঃ) এর নামের শেষে সম্মানজনক (নাঃ) যুক্ত না করে তার অবমাননার দায়ে আজ মুসলিমদের যেখানেই পাওয়া যাবে হত্যা করা হবে বলে নাস্তিকরা ঘোষণা করেছে।

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ সবগুলোই নিতান্তই কাল্পনিক খবর। কারণ ধর্মগুলো সবই হচ্ছে শান্তিপূর্ণ! মহান! আর নাস্তিক, অজ্ঞেয়বাদী, সংশয়বাদী, ধর্মবিরোধী, মুক্তমনা, সেক্যুলার, এরাই সকল নষ্টের গোঁড়া।

রুজভেল্ট হালদার

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular