Atheist Chapter

প্রধানমন্ত্রীর পূত্রের অর্থের উৎস কি?

সত্য যে সব সময় তেঁতো এটা আরেকবার প্রমাণ হোলো। গন জাগরন মঞ্চের অর্থের হিসেব চেয়েছে, পাঞ্জাবীর হিসেব চেয়েছে যেসব ব্যাক্তিরা আমি তার পাল্টা হিসেবে সিম্পলী জানতে চেয়েছি সজীব ওয়াজেদ জয়ের টাকার হিসেব যে তিনি বছরে এতবার যে দেশে আসেন সেই টাকার, সেই প্লেন ফেয়ারের উৎস কি? তিনি কি কাজ করেন আমেরিকায়? আমি বিশ্বাস করি তিনি অসৎ উপায়ে রোজগার করেন না। সুতরাং একজন পাব্লিক ফিগার হিসেবে এই হিসেব তাকে দিতেই হবে।

ইমরানের পাঞ্জাবীর হিসেব দিতে হলে আমি চাইব ওবায়দুল কাদের যে প্রতিদিন নতুন নতুন স্যুট-টাই পরেন সেই হিসেব, তার আলীশান বাড়ি গাড়িড় হিসেব, আওয়ামীলীগের মন্ত্রী এম্পিরা এত মৎস বিজনেস, টেলিভিশন বিজনেসের টাকা, ব্যাংক করার টাকা কোথায় পেলেন, একরের পর একর জমি, স্বর্ণ, বাড়ী ঘর, ব্যাবসা কিভাবে করলেন সেই হিসেব। হিসেব সোজা। নিয়ম সবার জন্য সমান হোক। একই সাথে আমি চাই তারেক রহমান কোনো কাজ কারবার না করে কিভাবে লন্ডনে এত আরাম আয়েশী জীবন যাপন করেন? এই টাকা তাকে কে দেয়? তাদের নেতা নেত্রীদের এত টাকা কোথায় থেকে আসে? আওয়ামীলীগ এবং বিন এপি’র ফান্ড কারা দেয়? সেই ব্যাক্তি কারা? তাদের আয়ের উৎস কি? মন্ত্রী এম পিরা দেশের বাইরে গেলে আমাদের ট্যাক্সের টাকায় এত দামী হোটেলে কিভাবে থাকে, এত লট বহর নিয়ে অযথা কেন খরচ করে এসব সব উত্তর জানতে চাই। সভ্য সমাজে জবাবদিহিতার সংস্কৃতি রয়েছে। বাংলাদেশেও এই কালচার চালু হোক।

আমি কিন্তু কাউকেই চোর ছ্যাঁচর বলছি না। আমি বলছি হিসেব দেবার জন্য। আমি নিশ্চিত যে তাদের কাছে হিসেব রয়েছে। হিসেব সত্য না মিথ্যা সেটা দেবার পর বোঝা যাবে। ইমরান এইচ সরকারের পাঞ্জাবীর হিসেব চাইতে যদি পারা যায়, যদি ইমরান কি করে ঢাকাতে বসবাস করে এই মহৎ সংগ্রাম করেন সেই প্রশ্ন করা যায়, তবে ঠিক আছে। আমিও দেশের আম জনতা হিসেবে উপরের প্রশ্নের উত্তর চাই।

এই দেশে আমরা তরুনেরা এই প্রশ্ন অবশ্যই করব। সময় হয়েছে নতুন ভাবে বাংলাদেশকে নিয়ে ভাবার।

ঘাতক

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular