Atheist Chapter
ইসলাম ঃ ধর্ষণ

ইসলাম ঃ ধর্ষণ

ছোট্ট মেয়েটি কাকুতি মিনতি করেছিল অনেকl বলেছিল, ‘কষ্ট হয়’l আরও জানিয়েছিল, ‘ওই কাজ করলে তার পাপ হবেl’ ‘পাপ’ এর কথা শুনেই যেন থেমে গিয়েছিল ‘জীবন্ত জল্লাদl’ কিন্তু, তা বলে ছাড়া পায়নি ছোট্ট মেয়েটি l উলটো, ধর্ষণের আগে জানানো হয়েছিল, কেন তাকে রক্তাক্ত করা হবেl যা শুনে শিউরে উঠেছিল, বছর ১২-র ইয়াজিরি সম্প্রদায়ের ছোট্ট মেয়েটিl
সিরিয়া এবং ইরাকের বেশ কিছু অংশে হত্যালীলা শুরু করেছে জঙ্গি গোষ্ঠী আইসিসl ইসলাম বিরোধীদের নৃশংস ভাবে খুন করা হচ্ছে l পাশাপাশি, যৌন ক্রীতদাসী নারীদের ওপর করা হচ্ছে নির্মম অত্যাচারl সেই অত্যাচারের তালিকা থেকে বাদ পড়ছে না কিশোরীরাওl আইসিস কবল থেকে পালিয়ে আসা এমন ২ কিশোরীর ওপর কিভাবে অত্যাচার করেছিল আইসিস, তা শুনলে শিউরে উঠবেন আপনিওl

আইসিসের কবল থেকে পালিয়ে আসা বছর ১২-র এক কিশোরী জানিয়েছে, অপহরণের পর প্রায় ১১ মাস পর সে আইসিসের কবল থেকে পালিয়ে এসেছেl অপহরণের পর প্রতি রাতে তাকে ধর্ষণ করা হতো l ইচ্ছা অনুযায়ী, তার ওপর নির্যাতন চালাত আইসিসl ধর্ষণের আগে একদিন সে এক জঙ্গির কাছে আকুতি, মিনতি করেছিল l মেয়েটির আর্তনাদ শুনে কিছুটা থেমেছিল ওই জঙ্গি l জানিয়েছিল, কেন সে মেয়েটিকে ধর্ষণ করছে? কারণ হিসেবে বলেছিল, ‘ইসলামে বিশ্বাসী নয়, এমন মেয়েদের ধর্ষণ করলে সৃষ্টিকর্তার আরও কাছে পৌঁছনো যায়l’ আর সেই কারণেই ধর্ষণের আগে ও পরে প্রতিদিন প্রার্থনা করেই, ওই জঙ্গি মেয়েটির ওপর ঝাপিয়ে পড়তl’ খাটের সঙ্গে হাত, পা বেঁধে চলত অত্যাচারl

আইসিসের কবল থেকে পালিয়ে আসা বছর ১৫-র আর আরও এক কিশোরী জানিয়েছে, ধর্ষণের আগে প্রার্থনা করত আইসিস জঙ্গিরা l বাধা দিয়েছিল মেয়েটি l জানিয়েছিল, ‘তুমি যা করছ, সেটা ভুল l এটা তোমায় সৃষ্টিকর্তার কাছে পৌঁছে দেবে নাl’ কিন্তু, শোনেনি ওই জঙ্গি l জানিয়েছিল, সে ঠিকই করছে l একে হালাল বলে l

পরিসংখ্যান বলছে, গত বছর থেকে এ পর্যন্ত আইসিস ৫,২৭০ জন ইয়াজিরি সম্প্রদায়ের মানুষকে অপহরণ করে আটক করে রেখেছে l যার মধ্যে রয়েছে অনেক যৌন ক্রীতদাসী l তাদের ওপর ইচ্ছেমত পাশবিক অত্যাচার চালায় আইসিস l বাধা দিলে, চলে নৃশংস অত্যাচার l এমনকি, খোলা বাজারে দর হেকেও মহিলাদের বিক্রি করে আইসিসি l সম্প্রতি, ইয়াজিরি সম্প্রদায়ের ২১ জন নারী আইসিসের কবল থেকে পালিয়ে এসেছেন l সেই দলে ছিল ওই ২ কিশোরীওl

আরিফুর রহমান

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular