Atheist Chapter
বাংলাদেশে ইসলামের সমালোচনা কেন দরকার

বাংলাদেশে ইসলামের সমালোচনা কেন দরকার

লিখেছেন পৃথু স্যন্যাল

মনে করুন, আপনাকে ধর্মান্ধ আগাছা দূর করার জন্য দায়িত্ব দেয়া হলো।
ধরুন, এই দূর করা মানে মেরে ফেলা নয়, শুধু তাদের ছুঁয়ে দেবেন আর তারা ধর্মান্ধতা থেকে বের হয়ে আসবে।

এমতাবস্থায়, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে কতজন হিন্দু, কতজন বৌদ্ধ আর কতজন মুসলিম ছুঁয়ে দিতে হবে?
আপনার কি মনে হয়, একশ হিন্দু ছোঁয়ার পরে একজন মুসলিম ছুঁতে হবে? নাকি ৯ জন মুসলমানের পর ১ জন হিন্দু বা অন্য ধর্মের লোক আসবে?

যদি ৯ জন মুসলিমের পর ১ জন ভিন্ন ধর্মের ধর্মান্ধ আসে…
তাহলে সমালোচনা, ধর্ম নিয়ে ঠাট্টা করতে গেলে কি আগে ভিন্ন ধর্মের সিরিয়াল আসবে? নাকি ইসলামের সিরিয়াল আসবে?

আর সর্বোপরি:

– এখন পর্যন্ত বাংলাদেশে ক’জন হিন্দু কিংবা বৌদ্ধ ধর্মের লোক আগাছা হয়ে উঠেছে. সেটাও তো চিন্তার বিষয়!

– এখন পর্যন্ত ইসলাম ভিন্ন অন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সন্ধান বাংলাদেশে পাওয়া গেছে কি?

– এখন পর্যন্ত ‘সংরক্ষণে হিন্দু’ কিংবা ‘সংরক্ষণে বৌদ্ধ’ নামক কোনো উন্মাদ সংগঠনের খোঁজ পাওয়া গেছে কি?

– এখন পর্যন্ত কয়টা ধর্মের লোক নাস্তিকের ফাঁসির জন্য মিছিল, মিটিং, লংমার্চ করে নিজেদেরকে সভ্যতার আগাছা বলে পরিচয় দিয়েছে?

ভাই,

নিজের প্যান্টের দিকে তাকান, জিপার খোলা রেখে হাঁটলে লোকে তাকাবেই, আপনাকে নিয়ে হাসবেই। এর জন্য যদি আপনি ক্ষিপ্ত হয়ে লোকদের মারতে যান, তাহলে আপনি আর ধর্মান্ধ মুসলিমের মধ্যে পার্থক্য থাকলো কি?

Lutfur Rahman

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular