অভিজিৎ রায়ের বই প্রকাশ করার ”অপরাধে” প্রকাশক কুপিয়ে হত্যা করার পর মডারেট মুসলিমদের প্রতিক্রিয়া বোঝানোর জন্য এই দুইটি ছবিই যথেষ্ঠ।
মডারেট মুসলিমদের কিছু বানী চিরন্তনঃ
” খুনিরা মুসলিম নয় ”
” ইসলাম এইটাকে কখনই সাপোর্ট করেনা ”
” ইসলামের বিরুদ্ধে লেখার দরকারটা কি? ”
” এগুলো ইহুদী নাসারা অথবা সরকার/বিরোধী দলের ষড়যন্ত্র ”
” যেমন কর্ম, তেমন ফল ”
অসির চেয়ে মসি বড় জানতাম, কিন্তু এতোটাই বড় তা আজকে উপলব্ধি করলাম।
কলম চলবেই…