Atheist Chapter
মেরি ক্রিসমাস বলা কি হারাম?

মেরি ক্রিসমাস বলা কি হারাম?

ইসলামে সবই হারাম, কিন্তু নিজেদের মতো করে কাস্টমাইজড করে নিলে কোন প্রব্লেম নাইক্কা।

যেমন,
বেকন খাওয়া হারাম, তবে মিথ্যা বললে প্রব্লেম নাই।
গান বাজনা হারাম, তবে গীবত করলে প্রব্লেম নাই।

এরকম হাজার হাজার উদাহরন আপনার আমার চোখের সামনে ঘটে চলেছে।

মেরি ক্রিসমাস বলা যদি হারাম হয়, কাউকে দুর্গাপূজার শুভেচ্ছা দেওয়া যদি হারাম হয়,

তাহলে ধর্ম মানেই বিভক্তি এবং আমি এই বিভক্তির বিপক্ষে সব সময়।

পৃথিবীতে ৪২০০ ধর্ম আছে এবং সব ধর্মের কাছেই বাকি ৪১৯৯ টা ধর্ম ভুয়া।
ধর্মে ধর্মে রেষারেষি না করে সকল ধর্মের মানুষকে ভালবাসার নামই হল মানবধর্ম, যার আজ খুব প্রয়োজন।

Lutfur Rahman

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular