মেরুল বাড্ডায় নাকি এক হিন্দু পুরোহিত ৫ টা কুরআন পুড়িয়ে ফেলেছে। যদিও ঘটনার সত্যতা সম্পর্কে কেউ নিশ্চিত নয়।
এই গুজব শুনে তৌহিদী জনতা সেই মন্দিরে হামলা চালায়। কিন্তু পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
আমার প্রশ্ন হল, গত কয়েক বছরে যে শত শত মন্দিরে হামলা করা হল, মূর্তি ভাংচুর করা হল, তখন এই তৌহিদী জনতা কোথায় ছিল?
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলে শুধু মুসলিমদেরই ধর্মীয় অনুভূতি আছে? আর হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধদের অনুভূতি তেজপাতা?
বিভিন্ন ফেসবুক পেজে দেখলাম সবাই এই পুরোহিতকে খুন করতে বদ্ধপরিকর। এটা নাকি তাদের ঈমানি দায়িত্ব।
আবার আমরাই নাকি ধর্মীয় সহনশীলতার দেশ, যেখানে চরমোনাই পীর, দেওয়ানবাগীদের লাখ লাখ মুরিদ আর হিন্দু মানেই মালাউন।