Atheist Chapter
সহিহ মুসলিমরা সবচেয়ে সংখ্যালঘু হবার পথে

সহিহ মুসলিমরা সবচেয়ে সংখ্যালঘু হবার পথে

লিখেছেন সমকোণী বৃত্ত

“২০৭০ সালের মাঝেই ইসলাম হবে তামাম দুনিয়ার সবচেয়ে সংখ্যালঘু অনুসারীদের ধর্ম” (প্রাসঙ্গিক একটি পোস্ট দেখুন) – না, আপনি ভুল পড়েননি, ঠিকই পড়েছেন। আসুন, বিষয়টা একটু পরিষ্কার করা যাক।

পৃথিবীতে বর্তমানে মুসলিমের সংখ্যা ১৫০ কোটির আশেপাশে। কিন্তু সহিহ মুসলিমের সংখ্যা কত?

আসুন, যারা সহিহ মুসলিম নয় তাদের বাদ দিয়ে হিসাব করি, তাহলেই সহিহ মুসলিমের সঠিক সংখ্যাটা জানা যাবে।

তালেবানরা সহিহ মুসলিম নয়,
বোকো হারাম সহিহ মুসলিম নয়,
আইসিসরা সহিহ মুসলিম নয়,
লাস্কার-ই-তাইয়্যিবাও সহিহ মুসলিম নয়,
আল-কায়দাও সহিহ মুসলিম নয়,
আন্সারুল্লাহ বাংলা সহিহ মুসলিম নয়,
হামাস সহিহ মুসলিম নয়,
জামাতে ইসলাম সহিহ মুসলিম নয়,
হরকত-উল-জিহদও সহিহ মুসলিম নয়,
যারা নামাজ পড়ে না, তার সহিহ মুসলিম নয়,
যারা নিয়মিত পড়ে না, তারাও সহিহ মুসলিম নয়,
যারা ধর্ষণ করে তারাও সহিহ মুসলিম নয় (যদিও ধরা পড়ার আগে সহিই ছিল),
যারা পর্দা করেনা তারা সহিহ মুসলিম নয়,

আরো কিছু সংগঠন যেমন [হরকত-উল-জিহাদ, হরকত-উল-মুজািহদিন, জইস-মুহদ, জিহাদ-এ-মুহদ, তাহ-রিখ-এ-নিফাজ-সিরায়াত-এ-মুহদ, আল-হিকমা, আল-বদর-মুজািহিদন, জামাতে ইসলামিয়া, হিজাব-এ-ইসলািময়া, জিময়াতুল মুজািহিদন বাংলােদশ (জেএমবি), হরকাতুল জিহাদ আল ইসলামি বাংলাদেশ (জি), শাহাদাত ই আল হিকমা ও জাত মুসিলম জনতা বাংলােদশ (জেএমজিব), শাহাদাত-ই আল হিকমা, হরকাতুল জিহাদ আল ইসলািম, শহীদ নসুাহ আল আরাফাত বিডে, হিজবুত তাওহিদ, জামায়াত-ই ইয়াহিয়া, আল তুরাত, আল হারাত আল ইসলামিয়া, জামাতুল ফালাইয়া তাওহিদি জনতা, বি ইসলামী, জুাতুল আল সাদাত, শাহাদাত-ই-নবুওয়ত, আহর দল, জইশ মাফা বাংলাদেশ, আল জিহাদ বাংলাদেশ, ওয়ারত ইসলািমক, জামায়াত-আস-সাদাত, আল খিদমত, হরকত-এ ইসলাম আল জিহাদ, হিজবুহ ইসলামী সমাজ, মুসিলম শিরয়া কাউলি, ওয়া ইসলামিক ফর জিহাদ, জইশ মুহাদ, তা আমীর উদীন বাংলাদেশ, হিজবুল মাহাদী, আল ইসলাম মাটায়ারস বিডে ও তানজীম] এরা কেউই সহিহ মুসলিম নয়,

কিছু তরিকা যেমন: আটরশি, চরমোনাই, দেওয়ানবাগ, রসুলবাগ, কুতুববাগ, মাইজভান্ডারী, এনায়েতপুরী, শার্ষিনা, কল্লাশাহ, খাজাবাবা, চন্দ্রপুরী – এরাও সহিহ মুসলিম নয়,

আরো কত দল যে হবে… আরো আছে সেসব সহ এগুলো বাদ দিয়ে সহিহ মুসলিমের সংখ্যা বের করুন, বের করে আমাকে জানান।

আমার আবার বড় বড় হিসেব দেখলেই ঘুম আসে।

Lutfur Rahman

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular