Atheist Chapter
ডাস্টবিন থেকে কুড়আনো চিন্তা – ১৭

ডাস্টবিন থেকে কুড়আনো চিন্তা – ১৭

লিখেছেন ধর্মব্যবসায়ী
৬৬. 
দাড়িওয়ালা মমিন বলল, “আই লাভ মুহম্মদ, বাট আই এম নট আ গে।”
৬৭.
পাকা দাড়িওয়ালা খুনখুনে বুড়ো কনকনে শীতের ভোরে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে।
মমিনেরা ভাবছে, “বুড়োটা কতই না আল্লাওয়ালা!”
বুড়াকে দেখেই মর্নিংওয়াকরত বেতমিজ নাস্তিক ভাবলো, “এই বয়সেও বড়োর হুরসঙ্গমাকাঙ্ক্ষা অটুট।”
৬৮.
প্রতিবার খাবার আগে অবশ্যই bitch-মোল্লা বলে খাবেন।
৬৯.
একজন লোক নিজের ঘর বানানোর উদ্দেশ্যে তার প্রতিনিধিকে ভিক্ষা করতে পাঠাল। এমনকি তার ঘর বানাতে শতভাগ টাকা ভিক্ষালব্ধ অর্থ থেকেই জোগাড় করতে হল। একেবারে শেষ পর্যায়ে গিয়ে মাত্র কিছু টাকার জন্যে তার ঘরের মেরামত কর্ম আটকে গেলে প্রতিনিধিকে আবারো ভিক্ষা করতে পাঠাইল সে।
টাকার জন্যে প্রতিনিধি পঙ্গু অসহায় ফকিরের কাছেও হাত পাততে বাদ রাখল না। এইভাবে কয়েক বছর ধরে খয়রাতি করে সে নিজের ঘর নির্মান করল।
সে হইলো গিয়া মুসলিমদের আদরের আল্যা।
৭০.
হাদিসে বয়ানকৃত রোগনিরাময় পদ্ধতিকে ছিঃকিৎসা বলা হয়।

আরিফুর রহমান

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular