Atheist Chapter
ইছলাম ত্যাগের কারণসমূহ

ইছলাম ত্যাগের কারণসমূহ

Osman: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার ধর্মশিক্ষক আমাদের শিখিয়েছিল, ইছলামে ছবি তোলা হারাম। এখন সে ইছলাম-প্রচারের জন্য ভিডিও ব্যবহার করে।
shameless: আমি প্রাক্তন মুছলিম, কারণ সবচেয়ে প্রথম কথা: আমি নিজে থেকে মুছলিম হতে চাইনি।
Khaled Elmawardy: আমি প্রাক্তন মুছলিম, কারণ এমন আল্যায় আমি বিশ্বাস করি না, যে তার অনুসারীদের আদেশ দেয় অবিশ্বাসীদের হত্যা করতে।
Sam Wad: আমি প্রাক্তন মুছলিম, কারণ সৌরজগতের প্রান্ত থেকে আমাদের পৃথিবীটা একটি ক্ষুদ্র ধূলিকণার মতো। অথচ আল্যার মাথাব্যথা মেয়েদের চুল নিয়ে!
Sarah imanuel: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি অনুধাবন করেছি, অধিকাংশ সময়েই যখন আমি কোরানের অপূর্ব আয়াত পাঠ করতাম, আমি আসলে দোজখে যাবার অভিশাপ দিতাম অন্য মানুষদের।
রাফাত সিরাজ নির্ঝর: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসনের একটি রূপ, হিজাব – নারীবিদ্বেষের প্রতীক, কোরান – স্ব-আরোপিত নিরন্তর দাসপ্রথার রেসিপি।
Faiz: আমি প্রাক্তন মুছলিম, কারণ নিজের কাজকর্মের দায় মানুষকেই নিতে হবে এবং ধর্মীয় বইয়ের ছুতো ধরে নিজের অপকর্মের ন্যায্যতা দান করা বন্ধ করতে হবে।
bad baby: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি মনে করি না, আকাশে বসে আছে এক অদৃশ্য সত্তা, যার একমাত্র লক্ষ্য আমাকে অবলোকন করা, যদিও সে নাকি সবকিছুই জানে!
Ahura Mazda: আমি প্রাক্তন মুছলিম, কারণ “সেই যুগে উত্তপ্ত জলবায়ুর কারণে ৯ বছর বয়সেই আরববাসী বালিকাদের শরীর পরিপক্কতা লাভ করতো” – এটা শিশুকামিতার সপক্ষে একটি অপযুক্তি।
Egyptian Atheist: আমি প্রাক্তন মুছলিম, কারণ বান্ধবী রাখার অধিকার আমার নেই, তবে যৌনদাসী রাখার ও তাকে ধর্ষণ করার অধিকার আমার আছে।

আরিফুর রহমান

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular