কিংবা বলা যায়: ‘চাপাতিধার বুদ্ধি’ – যে-বুদ্ধি চাপাতি চালানোর ইচ্ছে ধারণ করে।
মুছলিমদের জ্ঞান ও বুদ্ধির ক্ষেত্রে ‘ক্ষুরধার’ শব্দটির বদলে এখন ‘চাপাতিধার’ ব্যবহার করাটাই যৌক্তিক ও সঙ্গত।
You may also like
মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়
ধার্মিক ও মুক্তমনাদের মধ্যে একটি বড় পার্থক্য হল, ধার্মিকেরা যে কোন উপায়ে স্বর্গে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ মনে করে, আর মুক্তমনারা পৃথিবীকেই স্বর্গ বানানোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। ধর্ম না থাকলে পৃথিবীটা কত সুন্দর হতে...
ধর্ম নিয়ে ব্যবসা!
মিরপুরের মাজার– ঢাকাবাসীর কাছে পরিচিত একটি নাম মিরপুরের হযরত শাহ্ আলীর (র.) মাজার। এই মাজার নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। মিরপুর ১নং বাস-স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে হেঁটে তিন থেকে চার মিনিটের পথ। প্রতি...
আলি দস্তি ও তাঁর বই
এমডি মাহাদি হাসান: আশির দশকের কথিত ইসলামি বিপ্লবের আগে আলি দস্তি ছিলেন ইরানের হাতে গোণা কয়েকজন প্রগতিশীল, যুক্তিবাদী, রাজনীতিমনস্ক বুদ্ধিজীবীদের অন্যতম। তিনি ছিলেন একাধারে তুখোড় সাংবাদিক, লেখক, সমাজ-চিন্তক সেইসাথে ছিল...