- কেন শুধু মুসলমানেরাই জঙ্গি হচ্ছে?
- অন্য অনেক ধর্মের লোক আছে। তাঁদের মধ্যে থেকে কেন জঙ্গি হচ্ছে না?
- সব জিহাদি জোশ কেন শুধু মুসলমানদের ছেলেমেয়েদের মধ্যে আসে?
- ছেলেরা তো বোমা মারছে বুঝলাম। বিভিন্ন মুসলিম দেশে থেকে মেয়েরা পালিয়ে কোন লোভে কিসের মোহে পড়ে আইএস জঙ্গিদের দেহ দান করতে যাচ্ছে? (এটার আবার নাম দিয়েছে যৌনজিহাদ! ছিঃ!)
- তেলসমৃদ্ধ দেশ শুধু আরব দেশগুলো নয়। চীন, কানাডা, ভেনিজুয়েলা, মেক্সিকো এই দেশগুলোতে কেন আমেরিকা ষড়যন্ত্র করে জঙ্গি তৈরি করতে পারছে না?