Atheist Chapter
গোল্ডফিশ, ক্রিকেট, ইস্যু ও বাংলাদেশ

গোল্ডফিশ, ক্রিকেট, ইস্যু ও বাংলাদেশ

বাংলাদেশে এখন এত ইস্যু যে, জনগন কোনটা রেখে কোনটাতে মনোযোগ দিবে এটা নিয়েই কনফিউসড।

১) ক্রিকেট
২) তনু হত্যাকান্ড
৩) ধর্মান্তরিত খ্রিস্টানকে হত্যা
৪) ৮০০ কোটি টাকা হ্যাকিং
৫) সুন্দরবন কয়লা উৎপাদন কেন্দ্র
৬) নির্বাচনকে কেন্দ্র করে মানুষ হত্যা

আরো অনেক আছে, বলে শেষ করা যাবেনা।

একজন ফেসবুক সেলিব্রেটি ক্রিকেট নিয়ে অনেকগুলি স্ট্যাটাস লিখল,

তারপর খেলা শেষ হতেই আবার লিখল,
খেলা শেষ, আসুন আবার তনু হত্যাকান্ডে নজর দেই।

এই যে আমরা রাস্তায় নেমে এত প্রতিবাদ করি, কোনটারই কি কোন ফল পেয়েছি?

তাসকিন কি খেলায় ফিরতে পেরেছে?
আইসিসি কি বাংলাদেশের কাছে মাফ চেয়েছে?
বাংলাদেশে প্রতিদিন কত হত্যাকান্ড ঘটে, কয়টার বিচার পেয়েছি?
সাগর রুনির হত্যাকারীরা কোথায়?
ব্লগার হত্যাকারীদের বিচার কি হয়েছে?
নববর্ষের শ্লীলতাহানিকারীরা কি ধরা পরেছে?
জুনায়েদ কি ধরা পরেছে?

আমরা বাঙ্গালিরা হল গোল্ডফিশের মত, দুইদিন একটা ইস্যু নিয়ে চিল্লাচিল্লি করি, তারপর আরেকটা ইস্যু। কাজের কাজ কিছুই হয় না, মাঝখান দিয়ে ফেসবুক সেলিব্রেটিদের কিছু ফলোয়ার আর লাইক বাড়ে।

আমি বলছিনা চুপচাপ ঘরে বসে থাকতে, কিন্তু একটা ইস্যুতে সংগঠিত হতে দোষ কোথায়? একসাথে ১০-১২ টা ইস্যু নিয়ে মানববন্ধন আর ফেসবুক ইভেন্ট করলেই কি সব একসাথে সমাধান হয়ে যাবে?

আরিফুর রহমান

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular