Atheist Chapter
তনু বনাম কল্পনা চাকমা, চেতনার ব্যাবসা আর কতদিন?

তনু বনাম কল্পনা চাকমা, চেতনার ব্যাবসা আর কতদিন?

তনু হত্যা এখন একটা পাবলিক ট্রেণ্ডে পরিনত হয়েছে।

তনু হিজাব পড়া ছিল, তাই চারিদিকে হাহাকার, আহাজারি… হিজাব পড়া অবস্থাও মেয়েরা নিরাপদ নয়।

কিন্তু যদি তনু ছোট জামাকাপড় পড়া থাকতো, আর দশটি মেয়ের মতই হত, তখন বাঙালি বলত, এরকম মেয়েদের এই অবস্থাই হওয়া উচিৎ, একদম উচিৎ কাজ হইছে। থিয়েটার করবা, রাতের বেলা বাইরে থাকবা তো ছেলেরা তো ধর্ষণ করবেই।

যখন পার্বত্য চট্টগ্রামে কল্পনা চাকমা সেনাবাহিনীর দ্বারা ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করল, তখন এত হাহাকার দেখা যায়নাই, কারন সে ছিল বিধর্মী। বিধর্মীদের ধর্ষণ করা জায়েজ? আর হিজাবে থাকা তনু ধর্ষিত হলেই তনু আমাদের বোন হতে পারত। কেন ,কল্পনা চাকমা তোমাদের বোন হতে পারতোনা, কারন সে বৌদ্ধ আদিবাসী?

কেউ আবার আমাকে বাংলা, ইংরেজি সিলেবাস দেখাতে আসতে পারে, এখন বাংলা পরীক্ষা চলতেছে, তাই বাংলা নিয়েই ভাবি। কালকে ইংরেজি পরীক্ষা হয়ে গেছে তাই ওটা নিয়ে না ভাবলেও চলবে।

চেতনা বিক্রি করে আর কতদিন?

আরিফুর রহমান

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular