Atheist Chapter
ধর্মনিরপেক্ষ দেশে রাষ্ট্রধর্ম বাতিল দেখতে চাই

ধর্মনিরপেক্ষ দেশে রাষ্ট্রধর্ম বাতিল দেখতে চাই

বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, কারন আমরা সবাই বাংলায় কথা বলি।
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই…

বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হবে কেন?

বাংলাদেশ স্বাধীন কি শুধু মুসলমান মুক্তিযোদ্ধারা করেছিল? অন্য ধর্মের কেউ বাংলাদেশ স্বাধীন করতে যুদ্ধ করেনাই?
এই দেশে কি শুধুই মুসলমানরা সংখ্যালঘু বলে রাষ্ট্রধর্ম ইসলাম হতে হবে? তাহলে এটা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জন্য অপমানজনক নয়?

একটা ক্যু করে ক্ষমতায় আসা সামরিক মেজর জনপ্রিয়তা পাবার আশায় রাষ্ট্রধর্ম ইসলাম করে গিয়েছিল, আর আমরাও ছাগলের মত সেটাকে সহ্য করে এসেছি।

সময় এসেছে সব ধর্মের মানুষকে সমানভাবে সম্মান দেওয়ার। একটি ধর্মনিরপেক্ষতার দেশে সব মানুষকে সমানভাবে অগ্রাধিকার দেওয়া হবে। আস্তিক, নাস্তিক, ধার্মিক সবাই একটি দেশে একি সাথে সমান অধিকার নিয়ে মাথা উচু করে বলবে, আমি একটি ধর্মীয় নিরপেক্ষ দেশে বাস করি।

এর চেয়ে সুখের বিষয় আর কি হতে পারে?

ধর্মনিরপেক্ষ দেশে রাষ্ট্রধর্ম বাতিল দেখতে চাই।

আরিফুর রহমান

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular