Atheist Chapter
মুসলমানদের ডাবল স্ট্যান্ডার্ডের কারন কি?

মুসলমানদের ডাবল স্ট্যান্ডার্ডের কারন কি?

কোন হার্ডকোর মুসলমান ধর্মের নামে আকাম করলে সবাই কান্না করে ওঠে যে
“সে মুসলিম নয়”, “কেউ ধর্মের নামে খুন করলে সেখানে ধর্মের দোষ কোথায়”?

অনেকেই এই স্টেটমেন্ট রেডি রাখে আর গোপনে ইসলাম রক্ষার জন্য টেররিস্ট শহীদের জন্য দোয়া করে।

কিন্তু যারা কান্না করে একজনও বলতে পারবেনা কুরানে কয়টা সুরা আছে, অথবা হাদিস গ্রন্থগুলির নাম কি কি।

আবার কোন মডারেট, নন প্র্যাক্টিসিং অথবা ভিন্ন মতালম্বী মুসলমান ভাল কাম করলে তার মুসলিম পরিচয় সবার আগে তুলে ধরতে এরা পিছপা হয় না। শুধুমাত্র নামে মুসলমান হওয়ার কারনে সে মুসলমানদের হিরোতে পরিনত হয়।

আমেরিকায় ৫৩ জন নিরীহ মানুষ খুন করা সন্ত্রাসী ও মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর উদাহরণ লক্ষণীয়।

Lutfur Rahman

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular