Atheist Chapter

তনু হত্যা

তনু ধর্ষণ হত্যা নিয়ে খুব হই চই হচ্ছে। হওয়া খুউব যুক্তিসংগত! প্রতিটি দুর্ঘটনা নিয়েই প্রতিবাদ হওয়া উচিৎ। প্রতিদিন পত্রিকা খুললেই নিদেন পক্ষে চার পাঁচটি ধর্ষণ হত্যার খবর দেখি। কিন্ত হই চই হয়না! কেন? না আমি ধর্ষণ হত্যা কে সমর্থন করছি না,প্রতিবাদ করছিনা তাও নয়। আমরা একটি ভয়াবহ নোংরা সময়ের মধ্যে আছি এটা বলতে চাইছি…..তনুর হয়তো এভাবে মৃত্যু হবার কথা ছিলনা! হয়তো তনু ওর যাপিত কষ্টের জীবনটায় আরো কিছু কষ্ট ঝুলিতে ভরে ফেলতো! হয়তো একটি মিষ্টি প্রেমের ছটা হতো! হয়তো ছোট একটি কর্মময় জীবনে কিছু সাচ্ছন্দ্য আসলেও আসতে পারতো! এরকম আরও অনেক হয়তো তনুর জীবনে হতে পারতো হয়তো! হয়নি…… 

যখনি আমাদের সরকারের কোন হর্তা কর্তা ঘুষ এর অনেক টাকা গাড়িতে করে ধরা পরেন, কেউ একজন ইলীয়াস আলী গুম হয়! আমরা গুম নিয়ে পরি। হর্তা কর্তা দপ্তরবিহীন মন্ত্রি হন!
যখন কোথাকার কোন পদ্মা সেতু নিয়ে সামান্য দুর্নীতি হয় কোন এক তীক্ষ্ণ ত্বকীর মৃত্যু হয়! আমরা দুর্নীতি ভুলি। এরকম আরও কত কত ঘটনা !!!! আমরা খুব আলাভোলা জাতি!
এরকম যখনি কোন তুনু ধর্ষিত হয়ে মারা যায় আমরা মশাল মিছিল করি। আমরা রিজার্ভের হাজার কোটি টাকা লোপাট বেমালুম ভুলে যাই!!!!! আমরা খুব আলাভোলা জাতি!!!!!
কয়েকদিনের ভেতর হয়তো জজমিয়া নাটকের মতো কোন চতুর্থ শ্রেনির কর্মচারী ধরা পড়বে, আমরা মিডিয়ায় সফল বক্তৃতা দিবো। সেই নাটকের অভিনেতা একসময় জামিনে বেরিয়ে উধাও হয়ে যাবে আমরা জানতেও পারবোনা। তার আরও কিছুদিন পর আমরা তনুকেও ভুলে যাব!
আমরা খুব আলাভোলা জাতি।।।।।

shahadathosain

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular