গুলশান হামলার সামরিক শাখার অন্যতম চক্রান্তকারী এই মারজান। মারজান ঢাকাতে আছে বলেই গোয়েন্দাদের ধারনা। মারজান আমার আর আপনার মত বাংলাদেশের কোনো এক পরিবার থেকে আগত। আমরা নিশ্চিত এই শহরেই মারজানের অনেক আত্নীয় স্বজন রয়েছেন যারা পত্রিকাতে মারজানের ছবি দেখে চিনেছেন এবং তাকে হয়ত অনেকেই অনেক আগের থেকেই চেনেন। যদি কেউ চিনে থাকেন দয়া করে বাংলাদেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত জানান। আজকে আপনার পরিচিত বা চেনা বলে যদি এই খুনীকে না ধরিয়ে দেন কাল হয়ত আপনাকে তাগুত কিংবা কাফের বলে এই খুনীটিই বোমা মেরে উড়িয়ে দেবে কিংবা আপনার ভালোবাসার ও আদরের সন্তানদের। সুতরাং ধরিয়ে দিন ওকে কিংবা জিজ্ঞেস করুন আপনার বন্ধুকে, ওকে চেনে কিনা। এইভাবে ছড়িয়ে পড়ুক মারজানের খোঁজ।
You may also like
হাসনাতই হলি আর্টিজান হামলার দিন ঠিক করে
হলি আর্টিজান হামলার ১ বছর পর বাংলাদেশের তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট হাসনাত করিমের এই জঙ্গি হামলার সাথে জড়িত থাকার সত্যতা তুলে ধরেন। তারা তদন্ত করে যা জানতে পারলেন তার জন্য গোটা ১ টা বছর লেগে গেছে। দেশের সরকার...
জঙ্গি তাওসিফ , ফজলে রাব্বি, ও তামিম চৌধুরী নিহত!
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম সহ নিহত হয় তিন জঙ্গি। ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটি) সূত্র নারায়ণগঞ্জে জঙ্গি হামলায় নিহত তামিমের অপর দুই সহযোগীর পরিচয়...
সত্য পল প্রকাশ ও সেই তরুনীর জবানবন্দীতে অসঙ্গতি (প্রথম-পর্ব)
টেররিস্ট অবজার্ভার এক্সক্লুসিভ গুলশান হামলায় জিম্মি দশা থেকে “বেঁচে” যাওয়া ভারতীয় নাগরিক সত্য পল প্রকাশ একজন “ভাগ্যবান” ব্যাক্তি। একই সাথে সেই অবস্থা থেকে “মুক্তি” পাওয়া তাহমিদের দু’জন মেয়ে বন্ধু ফাইরাজ ও তানহা...