বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংখ্যালঘুদের অত্যাচার নির্যাতনসহ মানবাধিকার লংঘনের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। সংখ্যালঘুদের এই সংগঠনটির নেতৃবৃন্দ শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত মাত্র তিন মাস অর্থাৎ জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত সময়ে সংখ্যালঘুদের ১০ জনকে হত্যা, ৩৬৬ জনকে আহত, ১০ জনকে অপহরণ এবং ৬৫৫টি ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ধর্মীয় ইস্যু, নির্বাচন সংশ্লিষ্ট বিষয়াদি, জমি দখলসহ কিছু কারণে এসব ঘটনাগুলো ঘটেছে বলে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত জানিয়েছেন। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, তুলনামূলক হিসেবে সংখ্যালঘুদের মানবাধিকার লংঘনের ঘটনা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেড়েছে। নির্বাচনকেন্দ্রীক কারণে সংখ্যালঘুদের উপরে আক্রমণ ব্যাপকভাবে বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।…ঢাকা থেকে আমীর খসরু
You may also like
বাংলাদেশে সংখ্যালঘু
আমি আজ হতাশ, খুব্ধ আর রাগান্বিত আমার শ্রদ্ধেয় মৃত দাদার উপর। কারণ, শুধু তার জন্য আজ আমাদের পরিবার এই দেশে এখনো বসবাস করছে। যুদ্ধের সময় একবার, আর দেশ স্বাধীন হওয়ার পর দুই বার আমার দাদার বাড়ি ভেঙ্গে দেওয়া হয়েছে। এর কারণ...
Bangladeshi blogger Avijit Roy’s murder suspect killed
Dhaka, Bangladesh – The prime suspect in the 2015 murder of Bangladeshi-American writer Avijit Roy has been killed in a reported “shoot-out” with authorities in Dhaka, just a day after the death of...
Two students sentenced to death for 2013 Bangladesh blogger murder
Ahmed Rajib Haider was hacked to death in February 2013, the first in a string of attacks on secular writers. A Bangladesh court sentenced two students to death on Thursday for the 2013 murder of a secular blogger...