Atheist Chapter

মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ

মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ দাবী করছেন,- ইসলামে নাস্তিক হত্যার বিধান নাই। মাওলানা সাহেব তার এই ধরণের ওয়াজের জন্য মডারেট মহলে বেশ প্রশংসিত হচ্ছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন-শৃঙ্খলা বাহিনী, এমনকি অনেক বুদ্ধিজীবিরাও যখন খুনীদের বিচারের মুখোমুখি করার বদলে উল্টো নিহতদের উপরেই খুন হবার দায়ভার চাপাচ্ছেন, তখন মাওলানা মাসউদ জীবনের ঝুঁকি নিয়ে দেশে সাম্প্রতিক একের পর এক নাস্তিক লেখক, ব্লগার, শিক্ষক আর এক্টিভিষ্ট হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করে যাচ্ছেন। জঙ্গীবাদের বিরুদ্ধে দেশের জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে তিনি ইতিমধ্যেই সন্ত্রাসবিরোধী একটি ফতোয়ায় এক লাখ ধর্মীয় আলেমের স্বাক্ষর গ্রহণ করছেন।

অনেক শান্তিপ্রিয় বাঙালীর কাছেই ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে মাওলানা সাহেবের এই উদ্দ্যোগ খুবই প্রশংসিত হচ্ছে। শ্রদ্ধেয় মাওলানা মাসউদ এর কাছে আমার প্রশ্ন,-
কোরাণ আর হাদিসে নাস্তিক, ইসলামত্যাগী, ইসলামের সমালোচনাকারী, সমকামী, ইহূদী আর কাফেরদের বিষয়ে কী লেখা আছে?
আপনি আপনার ওয়াজে সেই আয়াতগুলো এড়িয়ে যান কেনো?

আপনার জঙ্গীবাদ বিরোধী মহত উদ্দ্যোগ কার্যকর করার লক্ষ্যে কোরাণ-হাদিসের সেই আয়াতগুলো কি এভাবেই বহাল থাকবে, নাকি সেগুলো চীরতরে বাতিল ঘোষণা করবেন?

ঘাতক

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular