ইসলামী তথাকথিত নবী মোহাম্মদের বিয়ে জীবনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই অল্প বয়ষ্কা নারীদের প্রতি তার এক ধরনের ভয়াবহ মোহ ছিলো। কেন এই মোহ, কিসের জন্য এই মোহ এগুলো ব্যখ্যা কিংবা বিশ্লেষন করতে হলে আমার মনে হয় আমাদের তার মনস্তাত্বিক ভাবনার প্যাটার্নের দিকে অবশ্যই লক্ষ্য করতে হবে।
আসুন মোহাম্মদের বিয়ের বিস্তারিত একটু জেনে নেই প্রথমেই- জানিয়ে রাখছি নীচের এই তথ্যগুলোর নেয়া হয়েছে বিষ্ময় নামক ওয়েবসাইটের একটি লেখা থেকে। লেখার লিংকঃ www.bissoy.com/40744/। তবে আমি মূল লেখা থেকে শুধু তথ্যগুলো নিয়ে নিজের মত অনুলিখন করেছি।
মোহাম্মদের প্রথম বউ হযরত খাদীজাতুল কুবরা বিনতে খুওয়াইলিদ : বিবাহকালে মোহাম্মদের বয়স ছিলো ২৫, তাঁর বয়স ৪০, মোহাম্মদের এর সাথে দাম্পত্যকাল- প্রায় ২৫ বছর।
মোহাম্মদের দ্বিতীয় বউ সওদা বিনতে যাম‘আহ কে বিয়ে করবার সময় মোহাম্মদের বয়স ছিলো ৫০ এবং তার স্ত্রীর বয়সও ছিলো ৫০। তারা সংসার করেন ১৪ বছর।
মোহাম্মদের তিন নাম্বার বউ আয়েশা বিনতে আবুবকর। এই সময়ে মোহাম্মদের বয়স ছিলো ৫৪ আর আয়েশার বয়স ছিলো মাত্র ৯। দাম্পত্যকাল-৯ বছর।
মোহাম্মদের ৪ নাম্বার বউ হাফছাহ বিনতে ওমর। হাফসা কে বিয়ে করবার সময় মোহাম্মদের বয়স ছিলো ৫৫। আর হাফসার ২২। এদের দাম্পত্য জীবন ছিলো ৮ বছর।
মোহাম্মদের ৫ নাম্বার স্ত্রী যয়নব বিনতে খুযায়মা। এই সময়ে মোহাম্মদের বয়স ছিলো ৫৫ আর বউয়ের বয়স ৩০। দাম্পত্যকাল- ৩ মাস।
মোহাম্মদের ৬ নাম্বার স্ত্রী উম্মে সালামাহ। বিয়ের সময় মোহাম্মদের বয়স ছিলো ৫৬। স্ত্রীর বয়স ছিলো ২৬। দাম্পত্যকাল- ৭ বছর।
মোহাম্মদের ৭ নাম্বার বউ ছিলো যয়নব বিনতে জাহশ। বিয়ের সময় মোহাম্মদের বয়স ছিলো ৫৭ আর মেয়ের বয়স ছিলো ৩৬। দাম্পত্যকাল- ৬ বছর।
মোহাম্মদের ৮ নাম্বার বিবি ছিলো জুওয়াইরিয়া বিনতুল হারেছ। বিয়ের সময় মোহাম্মদের বয়স ছিলো ৫৭ আর মেয়ের বয়স ছিলো ২০। দাম্পত্যকাল- ৬ বছর।
মোহাম্মদের ৯ নাম্বার বউ ছিলো উম্মে হাবীবাহ রামলাহ বিনতে আবু সুফিয়ান। এই মেয়েকে বিয়ের সময় মহাম্মদ নামে লুইচ্চাটার বয়স ছিলো ৫৮। মেয়ের বয়স ছিলো ৩৬। এদের দাম্পত্যকাল- ৬ বছর।
মোহাম্মদের ১০ নাম্বার বউ ছিলো ছাফিয়া বিনতে হুয়াই বিন আখত্বাব এই সময় মোহাম্মদের বয়স ছিলো ৫৯; মেয়ের বয়স ছিলো ১৭; দাম্পত্যকাল- পৌনে চার বছর।
মোহাম্মদের ১১ নাম্বার বউ ছিলো মায়মূনা বিনতুল হারেছ। এই সময় দি গ্রেট লুইচ্চা মোহাম্মদের বয়স ছিলো ৫৯ এবং স্ত্রীর বয়স ছিলো ৩৬। এদের দাম্পত্যকাল- সোয়া তিন বছর।
কিলাব ও কিন্দাহ গোত্রের আরও দু’জন মহিলা মোহাম্মদের স্ত্রী ছিলেন বলে কেউ কেউ বলেছেন। যদিও এই ব্যাপারে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।