Atheist Chapter

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল হোতা রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ করছে!

মুক্তিযুদ্ধকালীন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল হোতা ইংল্যান্ডে পলাতক চৌধুরী মুঈনুদ্দীনকে মিয়ানমারে চলমান রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ করতে দেখা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সমালোচনা তৈরি হয়েছে।

এবিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন হিউমেন ফার্স্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা এবং ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশনের সদস্য অজন্তা দেব রায়। লন্ডন প্রবাসী অজন্তা ফেসবুকে তিনটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন- ‘বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল হোতা, গণহত্যাকারী পলাতক খুনি চৌধুরী মুঈনুদ্দীনকে নিয়ে করা হচ্ছে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ।

গত ৮সেপ্টেম্বর শুক্রবার বিকেলে লন্ডন মুসলিম সেন্টারে রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশের প্রথম সারিতে কমিউনিটির গন্যমান্য লোকেদের সাথে বসা ছিল খুনি মুঈনুদ্দীন ও।

ছিঃ ছিঃ ছিঃ !!!

নিজ দেশের গণহত্যাকারীকে কোলে বসিয়ে অন্য দেশের গণহত্যার প্রতিবাদ করতে, বিচার চাইতে লজ্জা লাগে না আপনাদের?’

অজন্তা দেব রায়ের ফেসবুক পোস্ট:

41224.jpg

 

Collected from Channel I

adnansaqib

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular