Atheist Chapter

আমাদের দৈন্য দশা

“জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত শাহজাহান তপনের ‘পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র’ বইয়ের ৬৩৪ নম্বর পৃষ্ঠায় স্টিফেন হকিং এর জায়গায় অভিনেতা এডি রেডমাইনের ছবি ছাপিয়ে দেয়া হয়েছে!”

পোলাপান টিভি খুইলা বিউটি কনটেস্টের বিচারকের কাছে নাসার রেফারেন্সে শবে কদরের কুদরত শিখতাসে, গেইম খেইলা সুইসাইড করতাসে, মুক্তিযুদ্ধের খবর পাইতাসে পিনাকি ভট্টাচার্যের কাছে, পত্রিকা খুলে দেখতাসে সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক মানুষের ব্যাক্তিগত বিয়ের ভিডিওর লিঙ্ক ছড়াইতাসে, জানতাসে ম্যাজিস্ট্রেটরা আর কিছু না পাইরা ভাঙতেসে গরীবের রিকশা, দেখতাসে প্রধান বিচারপতি ছুটির আবেদনে করে ১০টা বানান ভুল, ধানমন্ডি বত্রিশ নাম্বারে এক গ্লাস লেবুর শরবত দশ টাকা।

পোলাপাল রাত ৪টা বাজে ফেসবুকে বইয়া এই ফাউল লেখা পড়ে। আর আপনি আছেন মিয়া স্টিফেন হকিং-এর ছবি নিয়া।

এই দেশে ছাগল আম গাছে ওঠে, ধর্ম অবমাননার দায়ে গোলাম মোস্তফার “প্রার্থনা” কবিতা বাদ দেয়া হয়, বিবর্তনের অংশ সচেতন ভাবে ক্লাসে পড়ানো হয় না, দেশের অর্ধেক বিজ্ঞান শিক্ষক বিশ্বাস করেন মানুষ চান্দে যায় নাই, আর আপনি পড়সেন এক বুইড়ার ছবি নিয়া।

সৈয়দ সানভী অনিক

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular