Atheist Chapter

মূর্খ মুসলমান এবং সমকাম

(1) ইসলাম ধর্মে এবং ইসলামী রাষ্ট্রে মিথ্যা, দূর্নীতি আর ভন্ডামীই সবসময় গ্রহণযোগ্য আর পূজনীয়। এখানে সত্য আর সততার কোনো মূল্য নেই। যেমন, নাস্তিকরা যদি যুক্তি-তর্ক দিয়ে ধর্মের সমালোচনা না করে পীর দেওয়ানবাগী আর সায়দাবাদীর মতো ভন্তামী আর ধর্মব্যবসা করতো, তাহলে তারা কোনো দিনও খুন হতো না। অথবা, সমকামীরা যদি মানুষের ব্যক্তিস্বাধীনতা আর অধিকারের জন্য আন্দোলন না করে সারাজীবন কোলে বসিয়ে মাদ্রাসার শিশুদের ধর্ষণ করতো, আর পরকালেও বেহেস্তে গেলেমান ভোগের স্বপ্ন প্রচার করতো, তাহলে তারাও সমাজে মোটেও ঘৃনিত হতো না। ইসলাম ধর্ম আর ইসলামী সমাজ মানেই- আজীবন বর্বর মধ্যযুগে পড়ে থাকা।

(2) কোটি কোটি বামন আর ভারসাম্যহীণদের দেশে ভন্ডামী করে বেঁচে না থেকে মানুষের মর্যাদা, ব্যক্তিস্বাধীনতা আর সুস্থভাবে বাঁচার অধিকারের জন্য বীরের মতো সংগ্রাম করে আজ জীবন বিসর্জন দিয়ে গেলো দুজন বড় মাপের সাহসী মানুষ- জুলহাস মান্নান আর মাহবুব তনয়। আমি মনে প্রাণে বিশ্বাস করি- বাংলাদেশের মূর্খ ধর্মান্ধ সমাজ একদিন সমকামী আর তৃতীয় লিঙ্গ মানুষের সুস্থতা আর অধিকার সম্পর্কে সচেতন হবে। মানুষের ইতিহাসে তোমাদের দুজনের নাম সেদিন শ্রদ্ধাভরে উচ্চারিত হবে। তোমরা বীর। কাপুষদের দেশে তোমরা অন্ধকার সময়ে জন্মেছিলে। তোমাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

 

ঘাতক

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular