মানুষের মেধা, সৃজনশীলতা আর হাজার বছরের পরিশ্রমের ফসলকে একটা বোমা মেরে ধ্বংস করে ফেলার নাম জিহাদ। যুগ যুগ ধরে কঠোর সংগ্রামের মাধ্যমে জ্ঞান অর্জন করা একজন শিক্ষিত মহামূল্যবান জীবনকে পেছন থেকে মাথায় কোপ মেরে খুন করে ফেলার নাম জিহাদ।আর এই ভয়াবহ রকমের বিবেচনাহীন কাজটাই করছে শিয়াল-কুকুরের মতো কিংবা কীট্-পতঙ্গের মতো জন্মানো ধর্মান্ধরা। অথবা, খারাপ মানুষেরা এদের দিয়েই করিয়ে নিচ্ছে শান্তি প্রতিষ্ঠার নামে স্বার্থের ধর্মীর রাজনীতি।আমরা যেমন প্রতিটা খুনের পর লাশের সংখ্যা হিসাব করি, তেমনি মূর্খ ধর্মান্ধরা হিসাব করে ইসলামের অগ্রগতি। অার এভাবেই ইসলাম এগিয়ে যাচ্ছে হাজার বছর ধরে। ইসলামের নামে এত আকাম কুমাম করার পরেও যারা বলে ইহা সহীহ্ ইসলাম নহে,তাদের মুখে মুত্রবিসর্জন করি
You may also like
“হে দারিদ্র, তুমি মোরে করেছো মহান!”
“হে দারিদ্র, তুমি মোরে করেছো মহান!” হোয়াট এ স্টুপিড আইডিয়া! আমাদের দেশে কিছু কিছু সাহিত্যিক এবং বুদ্ধিজীবীরা দারিদ্রতাকে মহান বলে প্রচার করেছেন। এটা যে শুধু একটা ভুল ধারণা তাই না, এটা গরিব মানুষদের সাথে এক ধরণের...
মুসলমানদের ভেতরের কালো কালো অন্ধকার
এমডি মাহাদি হাসান: ১৯২২ সালে কোলকাতার রাস্তায় আনন্দ মিছিল বের করেছিল মুসলমানরা তুরস্কের কামাল পাশার বিজয় উপলক্ষ্যে! নজরুলের উচ্ছ্বাসিত হয়ে লেখা ‘কামাল তু নে কামাল কিয়া ভাই’ কবিতাটি গাইতে গাইতে তারা রাজপথ দাপিয়ে...
হাফসার প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করতে মুহাম্মদ তাকে তালাক দিতেও দ্বিধা করেন নি
এমডি মাহাদি হাসান: মুহাম্মদের যে ক’জন স্ত্রী ইতিহাসে বিশেষভাবে খ্যাত তাঁদের মধ্যে একজন হলেন হাফসা। তিনি ছিলেন দ্বিতীয় খলিফা এবং মুহাম্মদের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সাহাবী ওমর বিন খাত্তাবের বিধবা কন্যা। হাফসার স্বামী...