Atheist Chapter

শাহবাগ

শাহবাগ নামটি কি খুব সুন্দর কোনো নাম কিংবা কোনো তাৎপর্যপূর্ণ কিছু? কখনো মনে হয়নি এমন। সব সময় মনে হয়েছে শাহবাগে কিছু রোগা পটকা কবিরা বসে থাকে, অর্থহীন বিষয় নিয়ে আলোচনা করে আর আজিজে চা খায়। শাহবাগ নামটি আমার মাথায় আসলে আমার এটিই মনে হোতো।

অথচ আজ আমার কাছে পৃথিবীর সবচাইতে সুন্দরতম শব্দদ্বয় হচ্ছে “শাহবাগ আন্দোলন”, কি করে এই নাম যেন বুকে জ্বালিয়ে দিলো আস্ত আগুন। যেই আগুনের উত্তাপ দেশ থেকে এত মাইল দূরে ঠিক ঠিক টের পাচ্ছি।

আজ কবি হয়েছে বিপ্লবী, লেখক হয়েছে সংগ্রামী, জনতা হয়েছে উত্তাল, দুগ্ধপোষ্য শিশুরাও মায়ের কোলে করে এসে হয়েছে উচ্চকিত। যেসব তরুনীদের দেখলে আমার কেবল মনে হোতো এরা পিঠ সোজা করে দাঁড়াবে কবে? আজ তাদের দেখে দাঁড়িয়ে পড়ি সম্মানে। ওই যে লাকি আক্তার মেয়েটার মত। দিন নেই, রাত নেই মেয়েটি স্লোগান দিয়েই যাচ্ছে। এই মেয়েটিকে দেখে আমার মনে হয় ক্লান্ত ইশ্বরের মতন। দূর থেকে কূর্নিশ করি আমার বোনটিকে…

এক একজন তরুন কিংবা যুবক, যাদের অনেকেই সব সময় হতাশায় ভোগেন, কখনো রাজনীতি নিয়ে, কখনো দেশ নিয়ে কষ্টে কাটে যাদের সারাটি রাত, তারাও আজ জীবনের মানে খুঁজে পেয়েছেন এই অলৌকিক সময়ে। শাহবাগে রাত থেমে গেছে, দিন থেমে গেছে। শাহবাগ সময়কে থামিয়ে দিয়েছে। প্রাণ আর চেতনা এখানে মিশে গেছে ক্রমশঃ

তোমার কাছ থেকে দূরে বসে আমি ভালো নেই প্রিয় শাহবাগ…একদম ভালো নেই

সৈয়দ সজীব আবেদ

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular