Atheist Chapter

আসাদ নূরের নিঃশর্ত মুক্তি চাই

আসাদ নূর নামের একজন ব্লগার সাম্প্রতিক সময়ে ঢাকা এয়ারপোর্টে গ্রেফতার হয়েছেন। তাঁর অপরাধ হচ্ছে তিনি ধর্ম বিষয়ে লেখালিখি করেন, এই বিষয়ে সমালোচনা করেন। তিনি এতদিন ছিলেন ভারতে। বাংলাদেশে ফেরত আসবার প্রাক্কালেই তাঁকে এইয়ারপোর্টে ধরে ফেলে পুলিশ এবং জেলে পুরে দেয়।

৫৭ ধারা ওঁত পেতে ছিলো আসাদ নূরকে ধরার জন্য কারণ এই কালাকানুনটি বাংলাদেশ সরকার বানিয়েছে কেবল নাস্তিকদের ধরার জন্য। মুক্তচিন্তা, প্রগতিশীলতা, নাস্তিকতা প্রচারকে কঠোরভাবে দমন করতে ৫৭ ধারাকে কাজে লাগানো হয়। কিন্তু আসাদ নূরের মত তরুণদের উত্থান ঠেকাতে ৫৭ ধারার ভীতি উল্টো বুমেরাং হয়ে ইসলামী মাইন্ডের সরকার-প্রশাসনের কাছেই ফিরে যাবে যখন তারা দেখবে লক্ষ লক্ষ আসাদ নূর তৈরি হচ্ছে ক্রমশ…।

অনলাইনে নাস্তিক মুক্তমনা সেজে কট্টর জাতীয়তাবাদী, অনুভূতীশীল, আস্থাশীল, চেতনাশীল এমনকি ইসলামিস্ট ব্যক্তিরা নাস্তিক ব্লগার এক্টিভিস্টদের টার্গেট করে তাদের উপর ব্যক্তিগত আক্রমন চালিয়ে সাধারণ ফেইসবুক ইউজারদের কাছে নাস্তিকতাকে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা পরিকল্পনামাফিক করে থাকে। আসাদ নূর এই টার্গেটে পড়েছিলো। বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ যে গ্রেফতারের আগে আগে একটা গ্রুপ দল বেধে অনলাইন লেখক-এক্টিভিস্টদের ব্যক্তি চরিত্র নিয়ে প্রমাণ ছাড়া অভিযোগ করে বিতর্কিত করে ঠিক তার পর পরই ভিকটিম গ্রেফতার হয়। যাতে গ্রেফতারকৃত ব্লগারটি কোন সংবেদশীল মানুষেরও সামান্য সহানুভূতি লাভ করতে না পারে।

বাংলাদেশের ইসলামী সরকারের কাছে সুবিচার চেয়ে লাভ নেই। আপনি একজন তাহাজ্জুতী নামাজীর কাছে নাস্তিকতার অধিকার চেয়ে অরণ্যেই রোদন করবেন কেবল। রোজ যে পরিমাণ ওয়াজ মাহফিল থেকে অমুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করা হয়, যেভাবে অমুসলিম নাগরিকদের ভীতি তৈরি করতে উশকানি দেয়া হয় সেই দেশে বছর খানেক আগে করা একটা মামলা অতন্দ্র প্রহরির মত জেগে ছিলো কবে আসাদ নূরকে ধরবে-। এতেই বুঝা যায় ৫৭ ধারা নামের ব্লাসফেমিটা করা হয়েছে কেবল নাস্তিকদের দমন করতেই।

অনলাইনকে নিরাপদ রাখুন। নাস্তিক প্রগতিশীল সাজা ছুপা ইসলামিস্ট, জাতীয়তাবাদী, চেতনাবাদী এক্টিভিস্টদের চিহিৃত করুন। ইনবক্সে, অনলাইন ফোনে কোন দীর্ঘদিনের সুপরিচিত নাস্তিককেও ব্যক্তি জীবন শেয়ার করবেন না। গ্রুপগুলোতে না জড়ানোই ভাল। শুধু মন দিয়ে লিখুন, ভিডিও ব্লগ তৈরি করুন। আসাদ নূর মূলত ভিডিও ব্লগার ছিলো। ওর যে মানসিক দৃঢ়তা, আমি জানি ও ভেঙ্গে পড়বে না। তাকে আবার তাই তার প্রিয় অনলাইন জগতে স্বাগত জানাতে আমি আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম।…

‘ইসলামী সরকার নিপাত যাক
৫৭ ধারা বাতিল হোক’

shahadathosain

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular