সাম্প্রতিক সময়ে আমার এবপং আমার পার্টনারের বিয়ের কিছু ছবি পুরো অনলাইনে ভাইরাল হতে দেখেছি। এতে আসলে আপত্তি থাকতো না যদি না এই ছবিগুলোকে মানুষ শেয়ার দেবার সময় আমাদের নিয়ে নোংরা গালাগাল না করতো কিংবা হুমকি ধামকি দিতো। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি এই দেশের মানুষের অভিরুচী, তাদের কথা, তাদের লেখার সংকীর্ণতা দেখে।
একটি মানুষ আরেকটি মানুষকে ভালোবেসে বিয়ে করেছে এই ব্যাপারটি এদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এদের ধর্ম গ্রন্থ, এদের নিজস্ব চিন্তা ও প্রথা। এর বাইরে তারা আসতেই পারছে না। কি ভয়াবহ ব্যাপার!!
আমাদের বিয়ের ছবি বাংলাদেশের নানান মানুষের প্রোফাইলে ছড়িয়েছে এবং আমাদের দুইজনকে নিয়ে নোংরা সব মন্তব্য করা হয়েছে একের পর এক। কি যে ভয়াবহ লাগছিলো যে কি আর বলব। শেষ পর্যন্ত পুলিশের কাছে যেতে বাধ্য হয়েছিলাম আমি ও আমার পার্টনার মাসুদ।
বাংলাদেশের মানুষগুলো বন্য ছিলো, বন্য আছে এবং বন্য থেকে যাবে। এরা মনে হয়না কখনোই আর সভ্য হবে। আমাদের বিয়ে আমাদের ব্যাক্তিগত ইচ্ছের বহিঃপ্রকাশ। আমরা কি কারো কাছে অনুমতি চেয়েছিলাম যে আমরা কাকে বিয়ে করব কিংবা না করব? আমরা কি এই মানুষগুলোর কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে বিয়ে করেছি, আমরা কি এদের পাকা ধানে মই দিয়েছি? যদি না দিয়ে থাকি তাহলে আমাদের বিয়ে নিয়ে এদের এত উৎসাহের কারন কি হতে পারে? কেন আমাদের নিয়ে এই রকম নোংরা সকল মন্তব্য করা হবে? কি আমাদের অপরাধ ছিলো?
আমি এই নোংরা সমাজের মুখে তাই লাথি মারতে চাই। ছি এই সমাজ!! ছি এই রুচী!!