Atheist Chapter

অমানবিক সরকার…অমানবিক রাষ্ট্র

বিশ্বের পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে বড়, ভয়াবহ, আলোচিত এবং দূঃখজনক দুর্ঘটনাটি হচ্ছে- রানা প্লাজা দুর্ঘটনা। প্রায় ১২ শ শ্রমিকের মৃত্যু আর অসংখ্য শ্রমিক আহত এবং তাদের পরিবারবর্গের নিঃস্ব হয়ে যাওয়ার ঘটনা হচ্ছে এটি। অথচ ইতিহাসের এই নির্মমতম দুর্ঘটনায় নিহত ও আহতদেরও ক্ষতিপূরণের টাকাটাও মেরে খেয়েছে আমাদের রাষ্ট্র। রাষ্ট্রের মাথায় এক বিশাল আঘাত ছাড়া এই রাষ্ট্রে কোনোদিন নির্যাতিত আর নিষ্পেষিত শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে- এটা আর আমি বিশ্বাস করিনা

ক্ষমতাসীনরা কতটা নির্মম হতে পারে, পাষন্ড হতে পারে তার কোন সীমা পরিসীমা নেই। শোকাতুর স্বজনদের নির্বিঘ্নে শোক জ্ঞাপন ও করতে দেয়নি তারা :”আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার কড়াকড়িতে শ্রদ্ধা জানানোর জন্য তাদের এক মূহূর্তও দাঁড়াতে দেওয়া হয়নি বেদীর সামনে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণে তাই শ্রদ্ধা আর শোক ছাপিয়ে প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছেন নিহতের স্বজনরা। সরেজমিনে দেখা যায়, রানা প্লাজার স্থানটিতে সকাল থেকেই অবস্থান নেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রোডস অ্যান্ড হাইওয়ে পুলিশ ও সাভার থানা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। ওই স্থানে নির্মিত বেদীটিও ঘিরে রাখে তারা। নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্যদের উপস্থিতি ছাড়াও ঘটনাস্থলে রাখা ছিল জলকামান।”

 

ঘাতক

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular