শেখ হাসিনা সংসদে দাড়িয়ে মুক্তমনাদের হত্যার প্রায় সার্টিফিকেট দিয়ে দিয়েছিল। পুরুদমে হত্যাকান্ড গুলো তখন থেকেই শুরু হয়। দেশ থেকে বহু বহু দেশ গড়ার কারিগর পালিয়ে বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।
নিশ্চিত থাকেন-শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে সমুলে এদেশ থেকে মুক্তচিন্তা বিনাশ হয়ে যাবে। স্যাকুলারিজমের শেষ পেরেকটা মারার অপেক্ষায় শেখ হাসিনা। আপনারা যারা অতি দরদী, শেখ হাসিনাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য মনে করেন না, আপনারা যারা আমার দেশের শ্রেষ্ট সন্তানদের হত্যার জন্য শেখ হাসিনাকে দায়ী করেন না, আপনাদেরকে সালাম, আমি আপনাদের সাথে নাই। আমি বেঁচে থাকতে শেখ হাসিনাকে ক্ষমা করা সম্ভব না।
গ্লোবাল টেরোরিজমের যারা দোহাই দেন, তাদের বলি- বহু মুসলিম দেশ এমন কি টেরোরিজমের অভ্যয়ারণ্য। মিডল ইস্টের অনেক দেশেও টেরোরিজম রাইজ করেনি , তবু যারা বাংলাদেশের টেরোরিজম রাইজে শেখ হাসিনাকে দায়ি করেন না, তাদেরও সালাম, আমি তাদের সাথেও নাই।
শেখ হাসিনা একটি মৃত্যু উপত্যকার নাম। একটি জাতীকে শত বছর পিছিয়ে দেবার নাম।