Atheist Chapter

কোনদিকে যাচ্ছে বাংলাদেশ ; প্রসঙ্গ কোটা

গত কয়েক মাস বাংলাদেশের আলোচনার প্রধান ইস্যু হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। তরুণ সমাজের এই নায্য দাবিকে কেন্দ্র করে দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে । কিন্তু সরকার কেন এটাকে বিরোধী দলের আন্দোলন হিসেবে রাঙাতে চাইছে?

কারণ একটাই, এই দেশের সরকারের ভিত বড়ই দুর্বল । তার ভোটার বিহীন নির্বাচন করে ক্ষমতায় ।সেক্ষেত্রে, সিধুরে মেঘ দেখলেই তারা ভয়ে অস্থির হয়ে যায় । এসব অরাজনৈতিক আন্দোলন না আবার সরকার বিরোধী আন্দোলনে রুপ নেয়। প্রকৃতপক্ষে জনগণের সমর্থন ছাড়া তারা ক্ষমতায় থাকতে হলে তাদের দরকার বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর সমর্থন, তাদের স্বার্থ রক্ষায় সরকার বৃহত্তর জনগোষ্ঠীর সাথে বেইমানি করে চলেছে, তারা হেফাজতের সাথে মিলে বাংলাদেশের ধর্ম নিরপক্ষেতার সংস্কৃতি নষ্ট করেছে। ভিন্নমত দমন করতে গিয়ে তারা তাদের আদর্শ বিক্রি করে দিয়েছে । ফলে জনগণের কথা তারা শুনতে পারছে না, মনোভাব বুঝতে পারছে না। মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের কাছে বড় আবেগের বিষয় এবং এটাকে তারা সবার কাছে বিক্রি করছে । তাই যতদিন না জনগণ সচেতন হচ্ছে এবং এই আবেগের স্রোতে ভেসে যাচ্ছে , ততদিন সরকার তাদের কথায় কান দিবে না । সময় হয়েছে এইসব স্বাধীনতার পক্ষের লেবাসধারী দের কে বয়কট করার । আমাদের স্বাধীনতা আমাদেরই রক্ষা করতে হবে ।

ইয়াজ কাওসার

লেখালেখি করা আমার প্যশন। ভালো লাগে ধর্ম, আশে পাশের মানুষ, সমাজ, সংস্কৃতি, জীবন-যাপন ইত্যাদি নিয়ে লিখতে। বিশ্বাসের দিক থেকে নাস্তিক। সংক্ষেপে বলতে গেলে মানবতাবাদী হয়ে উঠাটাই আমার আদর্শ। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular