যুদ্ধ বিদ্ধস্ত দেশের আন্দোলনে চতুর্মুখি ক্যারাব্যারা লাগে। বাংলাদেশ যুদ্ধবিদ্ধস্ত না হয়েও আওয়ামী উন্নয়ের জোয়ারে ভেসে ক্যারাব্যারা লেগে গেছে। একদিকে, বিএনপি-জামাত ডান্ডার বাড়ি খাইতে খাইতে চিপাচুপায় খাড়ায়া আমাদের প্রগতিশীল আন্দোলনে ঢুকে তাদের নিজেদের খাসিলত জাহির করতে পারে, এতে হয়তো চাইবে আন্দোলন চাঙ্গা করতে, কিন্তু এতে হিতে বিপরিত হবে, মানুষ মারা যাবে।
আবার, আওয়ামীরা বহুদিন যাবতই বিএনপি- জামাতের নামে পেইজ খোলে তাদের নামে বিষ্টা ছড়িয়ে নিজেদের হীন উদ্দেশ্য বাস্তবায়ন করছে। এই দুই গ্রুপই বিষ্টা নিয়ে ঘাটাঘাটি করতে উস্তাদ। আমাদের যেকোন আন্দোলনে ঢুকে বিষ্টা ছড়িয়ে আমাদের ফাঁসাইতে চাইবে জানা কথা।
এই সব ফাঁসানোর ফাকে ফাকে সরাসরি আওয়ামীদের খাসিলত অনুযায়ী আকামও করে। এগুলো গুজব না। আওয়ামী গজব। আর এসব আকাম যাতে গুজব বলে চালিয়ে পার পেয়ে যায়- সে চেষ্টাও তাদের অন্ত নাই।
আওয়ামী লীগ এখন দেশের একটি বিষফোড়ার নাম।
//জিগাতলা এলাকায় শনিবার শিক্ষার্থীদের ওপরে হামলাকারী একজনের পরিচয় মিলেছে। তিনজনের মধ্য পাঞ্জাবি পরা ঢিল ছুড়ে মারা মাঝখানের জনের নাম রুবেল হোসেন। তিনি বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ছবি: প্রথম আলো//