Atheist Chapter

ধর্মে আমার বিশ্বাস উঠে গেছে

অনেকেই আমাকে বলেন আমি জাতীয়তাবাদী রাজনীতি করার পরেও কেন আমি ধর্মে বিশ্বাস করিনা। এই রাজনীতির সাথে নাকি আমার ধার্মিক স্ট্যান্ড সাংঘর্ষিক। আমার কাছে এই পুরো দাবীকেই হাস্যকর মনে হয়। জাতীয়তাবাদি রাজনীতির সাথে ধর্মের আসলে কোনো বিরোধ নেই। আমি মনে করি আমার নিজস্ব ভাবনাকে আমি যদি নাইবা প্রকাশ করতে পারি তাহলে সেখানে মুক্তচিন্তার লেশামাত্র থাকেনা।
এই যে যেমন শফি হুজুরের কথাই ধরিনা কেন। এই লোকটি একটা পুরো মাত্রায় ভন্ড ও মিথ্যুক। প্রথমে সে বি এন পি’র রাজনীতির সাথে নিজেকে যুক্ত করেছিলো পরে একটা সময় আওয়ামীলীগের পা চাটা কুত্তার মত আচ্রণ শুরু করে দিলো। ধর্ম নিয়ে যাকে বলে রীতিমত ব্যবসা। হঠাৎ করেই দেখা গেলো এই লোক হাসিনার পা চাটছে এবং হাসিনা যা বলছে তাই শুনছে। অথচ এই লোকই ধর্ম নিয়ে কত বড় বড় বানী দিতো।
যাই হোক, শুধু যে শফি হুজুর ভন্ড তা-ই নয় আসলে ইসলামের যে নবী সেই লোকটি যেখানে চরিত্রহীন, যেখানে চিন্তা ভাবনাই ভয়াবহ সেখানে অন্যকে নিয়ে আর কি বলব? এই নবী মোহাম্মদ বিয়ে করেছে প্রায় ১৩ টা। তার দাসী ও বাঁদী  ছিলো কয়েকশত যেটার কোনো হিসাবই নেই। অথচ এই লোকটি আবার সবাইকে নীতিবাক্য ফেরি করে বেড়ায় এবং ধর্ম প্রচার করে। এই লোকটি ছিলো যুদ্ধবাজ এবং যুদ্ধের ময়দান থেকে পরাজিত সৈনিকের স্ত্রীদের ধরে নিয়ে আসতো এই লোকটি। আসলে শুধু নবী মোহাম্মদ-ই নয়, মোহাম্মদের যত বন্ধুরা ছিলো, যত অনুসারীরা ছিলো এদের প্রত্যেকেই ছিলো বড় নির্মম ও অত্যাচারী। নিজেদের ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অন্যের ধর্মকে ধুলোয় মিশিয়ে দিতে এক সেকেন্ডও ভাবতো না মোহাম্মদ ও তার অনুসারীরা।
আর এসব যখন কোরান আর হাদীস পড়েই জেনেছি তখন আসলে আর ধর্মের প্রতি কোনো শ্রদ্ধা আমার থাকেনি এবং ধর্মের প্রতি সম্মান আর রাখতে পারিনি।

Md Asad Uzzaman Khan

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular