Atheist Chapter

মুসলিম নারীবাদ ও ইসলামের রিফর্ম

মুসলিম নারীবাদ নামক এক নতুন টার্ম এসেছে। আপাতদৃষ্টিতে বিষয়টা হাস্যকর হলেও অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার মতন।মুসলিম নারীবাদীরা বলেছেন, কোরআনের যেসব তাফসীর আছে, সেগুলো ভুলে যেতে হবে।তাফসীর গুলো আসলে কুরআনের ব্যাখ্যা। মূলত স্থান, কালের উপর ভিত্তি করে মুফাসসীরগণ এসব তাফসীর লিখেছেন। পূর্ববর্তী তাফসীরগুলোতে যেসব মিসোজিনিস্টিক বর্ণনা আছে,মূলত সেগুলো বাদ দেয়ার প্রচেষ্টা করছেন মুসলিম নারীবাদীরা।বরং নতুন করে নারীর জন্য সহায়ক হতে হবে সেসব তাফসীর! সুদূরপ্রসারী হলেও বিষয়টা ভালো।আপনি বা আমি সরাসরি কোনো ধর্মই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবো না।বরং ধর্মগুলোকে অধিকতর সহনশীল করার চেষ্টা করা যেতেই পারে।
এর আগে হিন্দুধর্ম রিফর্মেশন এর চেষ্টা হয়েছিলো কিন্তু, সম্ভব হয়নি।মুসলিম নারীবাদীরা যে চেষ্টা করছেন সেটাও হয়তো অসম্ভব। কারণ, এ কাজ করলে ইসলামের মৌলিক কাঠামো প্রশ্নবিদ্ধ হবে।
ইবনে সিনা, আল রাযি’রা মোতাজিলা মতবাদে বিশ্বাসী ছিলেন।ওনারাই প্রথমে ইসলামকে রিফর্মেশন করার চেষ্টা করেছিলেন।কিন্তু, ওনারাও ব্যর্থ হয়েছিলেন।ইসলামের জ্ঞান বিজ্ঞানের উপর সবচে বড় পেরেক ঠুকে দিয়েছিলো ইমাম গাজ্জালী। ইবনে সিনাকে কাফের মুরতাদ ঘোষণা করে।ঠিক তেমনভাবেই মুসলিম নারীবাদীদেরও কাফের মুরতাদ ঘোষণা করবে একালের ধার্মিকরা।

Md Asad Uzzaman Khan

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular