মূল আরবিতে:
ইসলামের চেয়ে বড়ো শান্তির ধর্ম আর নেই। বলেন, সোবহানাল্লাহ!
এখন দেখুন সেই ভয়াবহ ছবিটা:
ধর্ম পালনের স্বাধীনতা অবশ্যই দিয়েছে এসকল দেশ কিন্তু ধর্মের নামে মানবতা বিরোধী অপকর্ম গুলো অনেক দিন থেকেই হয়ে আসছে । লোকের অগোচরে বা দেশে নিয়ে গিয়ে খুন করা হচ্ছে এসকল নিরাপরাধ সন্তানদের আসলেই এগুলো দেখলে আর ছুপ কর এথাকা যায় না। ধর্মের সম্মান ছেলে মেয়েদের ইচ্ছার থেকে যখন বড় সেখানে ধর্ম আর ধর্ম থাকে না। অধর্ম হয়ে যায়। নিরাপরাধ মানুষ গুলো পৃথিবী থেকে এভাবেই চলে যায় আর আমরা এভাবেই তাকিয়ে তাকিয়ে দেখি।