Atheist Chapter

বোরখা, হিজাব এবং ভবিষ্যতের বাংলাদেশী নারী

কয়েকদিন আগে এক ইরানি বক্সার ওনার ওয়াইফের সাথে সোশ্যাল মিডিয়ায় একটা সেলফি আপলোড করেছিলেন।সেখানে বক্সারের ওয়াইফ হিজাব নিকাব পরেনি বলে ইরানের আইন অনুয়ায়ী খুব সম্ভবত যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বাঙলাদেশে ঐ বোরকা পরা ক্রিকেট খেলা মহিলার সমালোচনা করায় যারা নারীবাদীদের যা তা বলে গালি দিচ্ছেন, তারাও আসলে মৌলবাদকে প্রমোট করছেন।ইরানের দাদী নানীরা যদি বোরকা হিজাব অনুজ দের উপর না চাপাতেন, যদি শরিয়ত আইন অস্বীকার করতেন তাহলে আজকের ইরান হতো একটা সভ্য দেশ।

ঠিক তেমনভাবেই আপনারাও বোরকা হিজাব শরিয়তী আইনকে অ্যাপ্রিশিয়েট করে অনুজদের স্বাধীনতা হরণ করছেন।এর ফিডব্যাক আপনি না পেলেও আপনার নাতি নাতনীরা পাবে।তারাও এরকম হিজাব ছাড়া সেলফি তোলার অপরাধে কারাগারে যাবে!

ডিপ্রেশড হলে আমিও মাঝেমধ্যে হাত কেটে ফেলি, তখন প্রচুর ব্লিডিং হয়।তাহলে হাত কেটে ফেলাটা কি চয়েস নাকি মানসিক সমস্যা?

Md Asad Uzzaman Khan

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular