Atheist Chapter

হিজাব মুক্ত চিন্তায় বাঁধা

“হিজাব নিকাব ইজ মাই চয়েস”- বস্তাবন্দি হওয়াটা তখনই চয়েস হয় যখন একটা পাখির জন্ম মুক্ত বন জঙ্গলে না হয়ে খাঁচার মধ্যে হয়।খাঁচার পাখি কখনোই বুঝে না যে সে উড়তে পারে!

বোরকা পরে ক্রিকেট খেলা মহিলার সমালোচনা করা নিয়ে মুনমুন শারমিন শামস আর চৈতী আহমেদ’কে দেখতেসি যারতার সাথে শুইয়ে দেয়া হইতেসে।সকালে দেখলাম এক ইউরোপীয় জামাতপন্থী নাস্তিক, শাওন মাহমুদ বুবুকেও আওয়ামী লীগার বানিয়ে বেশ প্রতিবাদ করতেসেন, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতেসেন।আবার, এনার মতো প্রগতিশীলরাও একইসাথে নারীবাদকে’ও বাশিং করতেসে।

ভীনদেশী একপাক্ষিক সংস্কৃতিকে কেউ যদি বলে সেটা ওনার চয়েস তাহলে কিছু করার নেই।ঐ মহিলাটিও খাঁচার পাখির মতো।শুধুমাত্র ক্রিকেট খেলার জন্য ওনারে অ্যাপ্রিশিয়েট করার মতো কিছুই হয় নাই।ইরানকে ধ্বংস করসে এই বোরকা পরা মহিলারাই।হিজাব নিকাবকে যারা চয়েস বইলা অ্যাপ্রিশিয়েট করতেসেন আপনারাও অপরাধী থাকবেন বাংলাদেশকে মৌলবাদের দিকে ঠেলে দিতে।অবশ্য, অলরেডি মৌলবাদের আখড়া হয়ে গেসে এই দেশ।

Md Asad Uzzaman Khan

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular