Atheist Chapter

প্রতিবন্ধী মানুষ এবং আল্লাহ দয়ালু

সূরা আল ইমরান:6 – তিনিই সেই আল্লাহ, যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে, যেমন তিনি চেয়েছেন। তিনি ছাড়া আর কোন উপাস্য নেই। তিনি প্রবল পরাক্রমশীল, প্রজ্ঞাময়।

তিনি নভোমন্ডল ও ভূমন্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি। তাঁরই কাছে প্রত্যাবর্তন।কুরআন 64″ 3।

প্রতিবন্ধী মানুষ সুন্দর হয় কি করে অনেকেরই জন্মের সময় হাত বাকা পাও বাকা হয়েই জন্ম নেয়।

এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিন্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিন্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়।কুরআন 23″ 14।

হুহুহু নি ক্ষুত সৃষ্টি কর্তা। যেমন ধরুন আপনি একটা বাড়ি বানালেন। ঘর বানানোর কারিগর যদি আপনার বাড়িটিতে দর্জা জানালা না দেয় আপনি থাকে কি বলবেন অনেক সুন্দর বাড়ি বানিয়েছে । নিশ্চয়ই সব কিছুই ঠিকঠাক মত দিলে আপনি থাকে বলবেন। সুন্দর ঘর বানিয়েছেন নি ক্ষুত।

যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন।কুরআন 32″ 7।

মাটি দিয়ে মানুষ তৈরী করেছেন। হাসি লাগে

যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।কুরআন 82″ 7

আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।কুরআন 95″ 4

আল্যা কি ব্যাক্কেল নাকি একজন প্রতিবন্ধী মানুষ সুন্দর সৃষ্টি হয় কি করে। প্রতিবন্ধী মানুষ নিখুঁত সৃষ্টি হয় কিভাবে। ব্যাক্কেলে দাবি করেছে সে মানুষ সৃষ্টি করেছে কুরআনে শত বার বলা আছে সে দক্ষ ও ভিজ্ঞ সে ভিজ্ঞ হলো কিভাবে।

Mdh Mahadi

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular