Atheist Chapter

শফীর মৃত্যু নিয়ে আমার ভাবনা

শফী। একেবারে হুট করেই এই নামটার প্রতি খুবই গভীর ব্যক্তিগত কিছু আবেগ জন্ম নিয়েছিল বছর সাতেক আগে, সেই আবেগ আজ’ও বহাল আছে একই মাত্রায়। কিছুক্ষণ আগে ঘরে এসে শুনলাম শফী মরে গেছে। অনেক ভেবে দেখলাম তার মৃত্যুতে কোনোভাবে আনন্দিত হতে পারছি কিনা আমি! উত্তর হচ্ছে- না।

শফীর মৃত্যুতে আমি কোনোভাবেই আনন্দিত নই। যতটা নিখুঁতভাবে আমি শফীকে ঘৃণা করতে পেরেছিলাম, ততটা নিখুঁত বিন্যাসে আজপর্যন্ত আমি কাউকে ভালোও বাসতে পারিনি। শফির মৃত্যু আমার কাছে পার্সোনাল লস, শত্রু হারানোর বেদনা।শফির মৃত্যুতে আমার আফসোস হচ্ছে- আফসোস হচ্ছে যে ক’জন মানুষ আমাদের জীবন জাহান্নামের বাগান করে গেছে, তাঁদের পুরুষ সর্দার শফীকে আমরা আমাদের রক্তের, স্বপ্নের আর শ্রমের বাংলাদেশটা দেখাতে পারলাম না।

আমরা দেখাতে পারলাম না দেশের সব মেয়েরা স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয় শেষ করে গবেষণা করতে প্রাচ্যে যাবে, আইন ভাঙবে- আইন বানাবে, রাতে-ভোরে, আলোয়-অন্ধকারে যখন ইচ্ছে বাহিরে যাবে।আমরা দেখাতে পারলাম না- স্কুল গুলোতে আর থাকবে না পৃথক পৃথক কোনো ধর্মের বই, যেখানে কলেজ পর্যন্ত সব ধর্মের কথাই পড়বে মানুষ, পড়বে ধর্মহীনতার কথাও।

আমরা দেখাতে পারলাম না এদেশে গণিমতের মাল হবে না কেউ, ধর্মপ্রাণ সংখ্যাগরিষ্ঠের ঘরেও নিজের সন্তানের মতো নিরাপদে থাকবে যেখানে বিধর্মী শিশু, প্রকাশ্যে সেখানে সকল সন্তানদের স্তনপান করাবেন মায়েরা।

কিন্তু বিধর্মী শিশু কী! আমরা এ’ও দেখাতে পারলাম না, শিশুদের কোনো ধর্ম নেই ক্ষুধা, কৌতূহল আর স্নেহ ছাড়া।আরো অনেক কিছুই শফীকে আমরা দেখাতে পারলাম না। হয়তো দেখাতে পারলাম না একেবারে কিছুই।শফী জিতে গেল।আমাদের কাছে শফী নিজের বাংলাদেশ দেখিয়ে দিয়ে মরে গেল।

শফী! পথে ঘাটে তোমার ভাইয়েদের হাতে চাপাতির কোপে আমার’ও মরেছে অনেক ভাই, বস্তুত যাঁদের পরকাল বলে কিছু নাই। কিন্তু শফী! তোমার তো পরকাল আছে!আমার ভাইয়েদের সাথে তোমার নাই’বা দেখা হোক,তবুও তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রার্থনা করি শেষবারের মতো-কবর থেকে তুলে ছুড়ে ফেলা আহমেদিয়া শিশুর সাথে পরকালে তোমার অন্তত একবার দেখা হোক, দেখা হোক পুলসিরাতে- আমার সকল পরাজয়ের বোঝাপড়া সেই করে নেবে তোমার সাথে।এই নির্লজ্জ রাষ্ট্রের মতো নাই’বা হলাম,তবু শফী! তোমার মৃত্যুতে আমি সত্যিই শোকাহত…

Quazi Wahiduzzaman

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular