There are many discourses from different political parties on who initiated the culture of extrajudicial killing in Bangladesh. According to Awami League, since RAB is identified as the main accused for most...
অনলাইনে ঘুরতে ফিরতেই হুট করে আরিফ আজাদের বেস্টসেলার বই প্যারাডক্সিক্যাল সাজিদ (১/২) এর একটু অংশবিশেষ চোখে পড়ে গেল। এই বই পড়ে মনে হোলো ইসলাম পন্থীরা এই বই নিয়ে এত এত লাফায়, আসলে এদের মাথায় ঘিলু বলে কিছু আছে মনে করিনা।...
এথিস্ট চ্যাপ্টার ধর্মীয় রীতিনীতির ঊর্ধ্বে গিয়ে মানব ও মানবতার কথা বলে। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান।
আমাদের ওয়েবসাইটের কোন লেখায় কারো কোন অনুভূতিতে আঘাত লেগে থাকলে দয়া করে এই ওয়েবসাইট থেকে দ্রুত প্রস্থান করার অনুরোধ রইলো। কারো কোন অনুভূতিতে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, বরং কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে যৌক্তিক প্রসঙ্গ তুলে ধরাই আমাদের লক্ষ্য।
দয়া করে আমাদের কিংবা আমাদের কোন লেখকের ওপর ধর্মীয় বাণি চাপিয়ে দেওয়ার বৃথা চেষ্টা করা থেকে বিরত থাকার বিনীত অনুরোধ রইলো। আমাদের সমাজকে ধর্মের নামে অহেতুক চাপিয়ে দেওয়া গোঁড়ামির বিরুদ্ধে অবস্থান নেওয়াই আমাদের একান্ত উদ্দেশ্য।
আমাদের ওয়েবসাইটে লেখা পাঠাতে চাইলে আমাদের সাথে আজই যোগাযোগ করুনঃ [email protected]
Copyright © 2023 Atheist Chapter. All rights reserved.
Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.