Atheist Chapter

নূরু এবং তার ভাষা

ডাকসুর সাবেক ভিপি নুরু যে ভয়াবহ উপায়ে ভিক্টিম মেয়েকে নিয়ে লাইভে এসে দুশ্চরিত্রসহ বাজে শব্দচয়ন করেছে, আশা করি তা ইতোমধ্যে সবাই শুনেছেন। নূরের এই বক্তব্য তো আমাদের বৃহৎ সমাজের প্রতিচ্ছবি। সমাজের বেশিরভাগ মানুষ ধর্ষণের শিকার নারীকে এভাবেই ট্রিট করে।
তার পোশাক নিয়ে কথা বলে, তার চাল চলন নিয়ে কথা বলে এবং তার চরিত্র নিয়ে কথা বলে। তারা মনে করে সে চরিত্রহীন এবং খারাপ না হলে সে তো ধর্ষণ হতো না। এভাবেই আমাদের সোশাল গ্রোমিং হয়েছে। আর নূরু সেই প্রতিক্রিয়াশীল সমাজেরই প্রতিনধিত্ব করছে এবং তার ডানে বামের মানুষগুলোও তাই। কেননা রাশেদের বক্তব্য আপনারা ভালো করেই জানেন, অতীতে কি উপায়ে নারীদের ড্রেস নিয়ে জঘন্য কথাবার্তা সোশাল মিডিয়ায় সে লিখেছে। দুঃখ এখানেই সেই মানুষটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হয়েছিলো!
আমি দেখছি কিছু মানুষ এই বক্তব্যকে জাস্টিফাই করছেন আবার সেই মানুষগুলোই অনেকসময় বলেছেন ভিক্টিম ব্লেমিং নাকি অপরাধ! যদিও এখন তাদের কাছে সেটা অপরাধ মনে হচ্ছেনা। দল দেখে প্রতিবাদ করার মানসিকতা এবং অন্ধ ব্যক্তিপ্রীতি শুধু শেখ হাসিনা বা খালেদা জিয়া গড়েছেন তা কিন্তু নয়! কিছু ডিগ্রিধারী মানুষকে নূরও তার অন্ধ সমর্থক হিসেবে পেয়েছে যারা এই ভয়ানক বক্তব্যকে নানা উপায়ে সমর্থন দিয়ে যাচ্ছে। মোদ্দা কথা, দলান্ধ না হয়ে সমালোচনা করার চর্চাটাই আমাদের মাঝে নেই। প্রগতির চর্চা সে তো দূর কি বাত! নূর এর এই বক্তব্যের প্রতিবাদেই আজ আমি বিকেলে যাবো টিএসসিতে, অনশনরত সেই শিক্ষার্থীর কাছে যে নূরের সহযোদ্ধাদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে মর্মে মামলা করেছেন। আমি তাকে জানাতে চাই আপনি একা না বোন, আমরাও আপনার সাথে আছি এই লড়াইয়ে

Md Asad Uzzaman Khan

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular