আপনি যদি বেশি বেশি কোরান-হাদীসের ব্যাখ্যা বাংলায় পড়েন, আবার সেই সাথে বিজ্ঞানও বুঝেন, তাহলে খুব সম্ভাবনা ধর্মের প্রতি আগ্রহ হারাবেন। সুতরাং ধর্ম রক্ষা করতে হলে, কোরান শুধু আরবীতে পড়ুন, বিজ্ঞানের বিষয়াদি যত সম্ভব কম জানুন। তবে হ্যা ধর্ম রক্ষা করার আরেকটা পথ আছে. তবলীগ জামাতে যোগ দিন. তারা পুরাপুরি অন্ধ ও বধির। এর অর্থ হলো তারা তাদের দলের বাইরের কারো বক্তৃতা শোনে না, তর্কেও যায় না. ফাজায়েলে আমল মস্ক করতে থাকে। রাজনীতিতে যোগ দেয় না. তবে স্কুল কলেজের প্রতিও তাদের আগ্রহ নেই. তাদের আলেমরা সাল লাগান। ছেলে-মেয়েদের ঘরে রেখে কোরান-হাদীসের শিক্ষা দেন. টেলিভিশন দেখেন না, ফেসবুক-ইউটিউবে যান না. মেয়ের বয়স ১২ হলেই বুর্কা পরিয়ে ঘরের মধ্যে রাখেন।
একদম নিরাপদ পন্থা!