“হে দারিদ্র, তুমি মোরে করেছো মহান!”
হোয়াট এ স্টুপিড আইডিয়া!
আমাদের দেশে কিছু কিছু সাহিত্যিক এবং বুদ্ধিজীবীরা দারিদ্রতাকে মহান বলে প্রচার করেছেন। এটা যে শুধু একটা ভুল ধারণা তাই না, এটা গরিব মানুষদের সাথে এক ধরণের প্রতারণা। দারিদ্রতা মানুষকে মহান করে না, দারিদ্রতায় ধুকে ধুকে মরা একটা কাঙ্খিত জীবন হতে পারে না. মানুষকে চেষ্টা চালিয়ে যেতে হবে স্বচ্ছলতা অর্জনের। এবং আমাদের বুদ্ধিজীবীদের উচিত মানুষকে স্বচ্ছলতা অর্জনের জন্য অনুপ্রাণিত করা.
ইসলাম ধর্মেও এটা আছে যে আল্লাহ অধিক সদস্য বিশিষ্ট দরিদ্র পরিবার পছন্দ করেন। এটা দরিদ্র লোকদেরকে ভুলিয়ে রাখার এক ধরণের কৌশল মাত্র । এটা কোন ভাবেই একটা ভালো জীবন দর্শন হতে পারে না.