কেউ ধর্মে বিশ্বাসী না শুনলেই আমাদের কন্টিনেন্ট এর ধর্ম প্রচারকরা তেড়ে আসেন। তাদের প্রতিহত করতে হবে বলে ভরা মজলিসে মানুষকে উসকানি দেন। অথচ দেখতে পারবেন না, যে একজন নাস্তিক মন্দিরে গিয়ে মূর্তি ভাঙছে বা সুইসাইড বোমা পরে মসজিদে যাচ্ছে। তাহলে এদের নিয়ে আশঙ্কা কেনো। কারণ এদের সংখ্যা বেড়ে গেলে একটা বিশাল জনগোষ্ঠী না খেয়ে মরবে। জুকাবার্গ মেধা খাটিয়ে কোটি টাকা করেছে, পোপের কিন্তু কিছু করা লাগে না। রাজার হালে আছে। পোপের অনুসারী না থাকলে পোপের কোনো প্রয়োজন থাকছে না।