Atheist Chapter
Colour of Childhood

Colour of Childhood

International award winning short film “Colour of Childhood”
সিনেমাটা দেখার পর আবারও মনে হলো যেই শিক্ষা প্রতিষ্ঠানে রঙ হারাম সেইখান থেকে হুজুরদের মত নরপশু তৈরী হওয়া ছাড়া আর কিবা হতে পারে। যেই ধর্মে সকল সুন্দর জিনিস হারাম সেই ধর্ম থেকে আর কি ভালো কিছু আশা করা যায়।
সিনেমাটায় একটা খুবই ভালো মেসেজ আছে সেটা হলোঃ এই পৃথিবী এবং এর সব মানুষ যদি আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে এই পৃথিবীর সকল ধর্মও আল্লাহরই সৃষ্টি। যদি সেটাই হয়ে থাকে তাহলেতো তার সকল সৃষ্টির প্রতিই সমান ভালোবাসা থাকার কথা।
কারন একজন শিল্পীর যেমন তার সকল শিল্পকর্মের প্রতি সমান ভালোবাসা থাকে, সেসব শিল্পকর্মের কোন বিন্দু পরিমান ক্ষতি বা অসম্মান সে সহ্য করতে পারেনা।
কিন্তু আল্লাহর চোখের সামনে তার এক সৃষ্টিকে অন্য সৃষ্টিকে হত্যা করছে নির্যাতন করছে অসম্মান করছে তাতে তার কোন কিছুই আসছে যাচ্ছেনা।
জিহাদের নামে আল্লাহ তার এক বান্দাকে দিয়ে তারই অন্য নির্দোষ অসহায় বান্দাদের হত্যা করছেন তাতেও তার বিন্দুমাত্র কষ্ট নাই।
এখন অবশ্য অনেকেই বলবেন যে এইসবই আল্লাহর পরীক্ষা তার বান্দাদের জন্য, তো তার পরীক্ষা কি লাখে লাখে মানুষের মৃত্যুতেও শেষ হচ্ছেনা নাকি আসলে এই পরীক্ষার কোন পরিসমাপ্তি নাই।
তাই আমার কাছে আসলে মানবতাই আসল ধর্ম। পৃথিবীর সকল সুন্দর আমার কাছে হালাল 😊

আনিকা হক মল্লিক

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular